Naya Diganta

স্বামীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্ত্রী আটক

স্বামীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্ত্রী আটক

দিনাজপুরের নবাবগঞ্জের পল্লীতে স্বামী চান্দুকে (৪৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্ত্রী মারফিয়া বেগমকে (৩৫) আটক করেছে পুলিশ। শুক্রবার ওই স্বামীর লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে ভ্যানচালক চান মিয়া চান্দু ও তার স্ত্রী মরফিয়ার মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে মারফিয়া শ্বাসরোধ করে তার স্বামীকে হত্যা করে লেপ দিয়ে জড়িয়ে রাখেন। সকালে মারফিয়ার কান্না শুনে গ্রামবাসী এসে দেখে চান মিয়া মৃত অবস্থায় পড়ে আছে।

এ ঘটনায় চান মিয়ার ভায়ের স্ত্রী সাফিয়া বেগম অভিযোগ করেন, মারফিয়া প্রায় তার স্বামীকে হত্যা করার হুমকি দিতেন। ওই আক্রোশেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।