০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ময়মনসিংহে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

- ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের অংশগ্রহণে শনিবার স্থানীয় ইসলামিয়া সরকারি হাইস্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে এবং গফরগাঁও উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহের সহযোগিতায় এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিনব্যাপী উদ্বোধনী ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ, ইসলামিয়া সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিব্বীর আহমেদ, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ খুরশেদুজ্জামান, ইউনিসেফ বাংলাদেশ, ময়মনসিংহ অফিসের চাইল্ড প্রটেকশন কমিউিনিটি মোবিলাইজার গোলাম মাসুদ, রোজিনা ইসলাম প্রমুখ।

ক্রীড়ানুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ২৪০ জন সুবিধাবঞ্চিত শিশু-কিশোর ব্যাডমিন্টন, কাবাডি, ফুটবল, ক্রিকেট ও ভলিবল-এই ৫টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

 


আরো সংবাদ



premium cement