২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


ভোটারের ভোট নিজে দিয়ে দেয়ায় পোলিং অফিসারকে প্রত্যাহার

- ছবি : নয়া দিগন্ত

জামালপুর সদর উপজেলা নির্বাচনে এক ভোটারের ভোট নিজে দিয়ে দেয়ায় পোলিং অফিসার মো: জাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার।

বুধবার বেলা ১০টার দিকে সদর উপজেলার কেন্দুয়া এলাকায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের মুখে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কোরবান আলী সাথে সাথে তাকে প্রত্যাহার করেন।

প্রত্যাহার হওয়া পোলিং অফিসার মো: জাহিদুল ইসলাম নান্দিনা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত।

ভোটারদের অভিযোগ, ওই পোলিং অফিসারের কারণে ভোটারা যে প্রতীকে ভোট দিতে চান ওই প্রতীকে ভোট দিতে পারেননি। পরবর্তীতে পোলিং অফিসার নিজে গোপন কক্ষে বুথের দু’টি বাটন চাপতে বলেন। ওই বাটন চাপলে ভোট অন্য জায়গায় পড়ার অভিযোগ তুলেন তারা।

এ সময় প্রিজাইডিং অফিসারের সাথে তর্কে জড়িয়ে পরেন ভোটাররা।

শেখ ফকরুল হুদা নামের এক ভোটার প্রশ্ন করেন, ‘আমি যে ভোট দিতে পারলাম না তাহলে আমার ভোটের কি হবে। এর কোনো উত্তর দিতে পারেনি প্রিজাইডিং অফিসার।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার কোরবান আলী বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি কোনো বিশৃঙ্খলা হওয়ার আগেই দ্রুত সময়ের মধ্যে ওই পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।’

প্রত্যাহার হওয়া পোলিং অফিসার মো: জাহিদুল ইসলাম বলেন, ‘আমি সাদা বাটন ও সবুজ বাটনে টিপ দিতে বলেছি। তারপর আমি তাকে বলেছি ভোট যেখানে ইচ্ছা সেখানে চাপতে। আমার ভুল ছিল না।’

জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ‘ভোটারদের অভিযোগের পরিপ্রেক্ষিত আমরা ওই পোলিং অফিসারকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) অবগত করা হয়েছে।’

উল্লেখ্য, সকাল থেকে শহরের ইকবালপুর, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়, কেন্দুয়া কালীবাড়ি বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারিকেলী উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দিকপাইত উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যায়নি।


আরো সংবাদ



premium cement
ফের ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ম্যানসিটির টানা চতুর্থ শিরোপা কেএনএফের তৎপরতার প্রতিবাদে বান্দবানে মানববন্ধন তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মির হামলা ও অগ্নিসংযোগ মিরপুরে ব্যাটারি চালিত রিক্সাচালক ও পুলিশ সংঘর্ষ : আহত অর্ধশত লজ্জাহীনতার বার্তা শিশুদের মনে দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার গুরুতর আঞ্চলিক সঙ্কটে পরিণত হয়েছে রোহিঙ্গা সমস্যা : পররাষ্ট্রমন্ত্রী

সকল