২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


কালিগঞ্জে উপজেলা আ’লীগের নেতা সুমন বিজয়ী

আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন আনারস - ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় দুই প্রার্থী মুখোমুখি লড়াইয়ে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন আনারস প্রতীকে ৬২ হাজার ৩৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৫৫ ভোট।

বুধবার কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টায় উপজেলার ৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হলেও ভোটদের উপস্থিতি ছিল কম। পরবর্তীতে আস্তে আস্তে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু বই প্রতীকে ৬০ হাজার ৮৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ নাজিমুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৯৭ ভোট। এ পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভাইস চেয়ারম্যান (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফারজানা শওকাত আফি (হাঁস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। এ পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলার ৭৯টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিল ২ লাখ ৪৭ হাজার ৮১৩। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৫ হাজার ৪১৬, মহিলা ভোটার ১ লাখ ২২ হাজার ৩৯৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।


আরো সংবাদ



premium cement