২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মান বজায় রেখে আনোয়ারা উপকূল সুরক্ষা কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ : অর্থ প্রতিমন্ত্রী

-

চট্টগ্রামের আনোয়ারা উপকূল সুরক্ষা কাজ পরিদর্শন করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি। গতকাল বিকেলে বঙ্গোপসাগর উপকূল আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাবু শীবেন্দু খাস্তগীর, চট্টগ্রাম সার্কেলের প্রধান প্রকৌশলী খ ম জুলফিকার তারেক,পানি উন্নয়ন বোর্ড ডিভিশন ১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সায়ীদ, উপ-বিভাগীয় প্রকৌশলী বাবু অনুপম, এ ছাড়াও সরকারি বিভিন্ন স্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুরক্ষা কাজ পরিদর্শনকালে অর্থ প্রতিমন্ত্রী কাজের ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত কাজের গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দেন।

উল্লেখ্য, বঙ্গোপসাগর উপকূল ও শঙ্খ নদীর তীর সুরক্ষা, রেগুলেটর নির্মাণ মেরামত নদী খননকাজ (৫১ প্যাকেজ) মে ২০১৬ সালে কাজ শুরু হয় প্রকল্প মেয়াদ ধরা হয়েছে ২০২৪ সাল। এতে ব্যয় ধরা হয় ৫৭৭ কোটি ২৩ লাখ ৯২ হাজার টাকা। ইতোমধ্যে ৫১ প্যাকেজের ৪২টি প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে।
জানা গেছে, কাজ শুরু হওয়ার পর থেকে বৈরী আবহাওয়াসহ বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে প্রায় দুই বছরও বেশি সময় ধরে সুরক্ষা কাজ প্রায় থমকে গিয়েছিল বলে জানা গেছে।
পরিদর্শনকালে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি। দ্রুত গতিতে অবশিষ্ট কাজ শেষ করার পাশাপাশি অবশিষ্ট অরক্ষিত অংশবিশেষ দ্রুত নতুন কাজের প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয় না। এবং জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের প্রয়োজনে ব্যবস্থা নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।


আরো সংবাদ



premium cement
ভূমি সেক্টরে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে ভূমিমন্ত্রীর নির্দেশ বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির

সকল