২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


বাঘায় আব্দুল হাই শিকদার

জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে

-

বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক আব্দুল হাই শিকদার বলেছেন, বর্তমানে দেশে ফ্যাসিবাদী শাসন চলছে। অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসনের ফলে দেশের মানুষ আজ নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে বিনা অপরাধে কারাগারে বন্দী করে রেখেছে। দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই। এই অবস্থা আর চলতে পারে না। তিনি বলেন, নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গতকাল রোববার বিকেলে রাজশাহীর বাঘা উপজেলায় পেশাজীবী নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আব্দুল হাই শিকদার বাঘায় দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন। বিকেলে বাঘা উপজেলা বিএনপি নেতৃবৃন্দের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুজ্জামান খান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ, অধ্যাপক মোহাম্মদ আলী ও সাংবাদিক রেজাউল করিম রাজু। এর আগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আব্দুল হাই শিকদার। রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ) বাঘা উপজেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে। এ সময় তাকে ও অন্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ, অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ, অধ্যাপক মোহাম্মদ আলী, সাংবাদিক রেজাউল করিম রাজু, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুজ্জামান খান মানিক, কবি ফজলুল হক তুহিন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল। আরআরইউ বাঘা উপজেলা শাখার সভাপতি আতাহার আলীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরআরইউর যুগ্ম সম্পাদক আসলাম আলী, দফতর সম্পাদক ইফতেখার আলম, আরআরইউ বাঘা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জহুরুল হক, দফতর সম্পাদক আব্দুল কাদের নাহিদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে হিট স্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু ভূমি সেক্টরে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে ভূমিমন্ত্রীর নির্দেশ বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

সকল