২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ঈদের আগেই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা দিন : অধ্যাপক এবিএম ফজলুল করিম

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম পবিত্র ঈদুল ফিতরের আগেই বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানিয়ে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলেন, করোনার কারণে বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কিন্ডারগার্টেন এবং ইবতেদায়ি মাদরসাগুলো দীর্ঘদিন বন্ধ রয়েছে। এসব প্রতিষ্ঠান মূলত ছাত্রছাত্রীদের বেতনের আয় থেকেই শিক্ষক-কর্মচারীদের বেতন ও বাড়িভাড়া (অনেক ক্ষেত্রে) ইত্যাদি ব্যয় বহন করে থাকে। বর্তমানে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের আয় বন্ধ হয়ে গিয়েছে। শিক্ষক-কর্মচারীরা বেতন পাচ্ছেন না। ফলে এ প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত শিক্ষক-কর্মচারীরা আজ আর্থিক সমস্যায় জর্জরিত। তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর ও দুর্বিষহ জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement