২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ফিলিস্তিনের পশ্চিম তীরে ৩,০০০ ইহুদি বসতি নির্মাণে ইসরাইলের অনুমোদন

অবৈধ ইহুদি বসতি নির্মাণ প্রকল্প - ছবি : সংগৃহীত

ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে তিন হাজার ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে। এ বিষয়টিতে ইসরাইলের তীব্র সমালোচনা করছে ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইসরাইলের এক সামরিক কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনিদের সাথে সম্পর্কিত ইসরাইলের পরিকল্পনা ফোরাম এক হাজার ৩৪৪টি (ইহুদি বসতি) বাড়ি নির্মাণ করার অনুমোদন দিয়েছে। এছাড়া আরো ১৮ শ’ (ইহুদি বসতি) বাড়ি নির্মাণ করার সাথে সম্পর্কিত প্রকল্পকেও অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

পিস নামের এক ইসরাইলি এনজিও এসব অবৈধ ইহুদি বসতি নির্মাণের অনুমোদনকে সত্য বলে নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কর্তৃক তীব্র সমালোচনাকে উপেক্ষা করেই এ ধরনের ইহুদি বসতি নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

এ দিকে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, এ ধরনের (অবৈধ ইহুদি বসতি নির্মাণের) অনুমোদনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে।

এ ধরনের অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিষয়ে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, এ ধরনের (অবৈধ ইহুদি বসতি নির্মাণের) অনুমোদনের মাধ্যমে জায়নিস্ট (ইসরাইলি) সরকারের সম্প্রসারণবাদী মনোভাব প্রকাশিত হয়েছে।

১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর দখল করে ইসরাইল। ওই সময় থেকে ইসরাইলি নাগরিকরা পশ্চিম তীরে বসতি স্থাপন শুরু করে। দখলকৃত ভূমিতে আন্তর্জাতিক আইন অনুসারে যেকোনো স্থাপনা নির্মাণ অবৈধ হলেও এখনো পর্যন্ত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ করে আসছে ইসরাইলি কর্তৃপক্ষ।

১৯৯৩ সালে অসলো শান্তিচুক্তির মাধ্যমে পশ্চিম তীর থেকে ধীরে ধীরে ইহুদি বসতি সরিয়ে নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তার নিয়ন্ত্রণ হস্তান্তরের কথা থাকলেও ইসরাইল এ বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেয়নি। উপরন্তু, পশ্চিম তীরে নতুন নতুন অবৈধ বসতি নির্মাণ অব্যাহত রেখেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

বর্তমানে জেরুসালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ২৫৬টি বসতিতে প্রায় সাত লাখ ইসরাইলি ইহুদি বাস করছে।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
কক্সবাজার সমুদ্র সৈকতে হিট স্ট্রোকে পর্যটকের মৃত্যু জামালপুরে বউ-শাশুড়ি দ্বন্দ্বের জেরে সংঘর্ষ : নিহত ১, আহত ২ ঈশ্বরদীর তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি, বেঁকে যাচ্ছে রেলপথ আটক জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান ফতুল্লা ৮৩০ গার্মেন্টেস শ্রমিক বিরুদ্ধে মামলা শ্রীনগরে ২ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ টানা চতুর্থবার কমলো স্বর্ণের দাম দেশের রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা : সাবেক গভর্নর সালেহউদ্দিন বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৫ সোনারগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় নেপালের পানিবিদ্যুৎ কিনছে ভারত, বাংলাদেশের অগ্রগতি কতটুকু?

সকল