২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ফিলিস্তিনের পশ্চিম তীরে ৩,০০০ ইহুদি বসতি নির্মাণে ইসরাইলের অনুমোদন

অবৈধ ইহুদি বসতি নির্মাণ প্রকল্প - ছবি : সংগৃহীত

ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে তিন হাজার ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে। এ বিষয়টিতে ইসরাইলের তীব্র সমালোচনা করছে ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইসরাইলের এক সামরিক কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনিদের সাথে সম্পর্কিত ইসরাইলের পরিকল্পনা ফোরাম এক হাজার ৩৪৪টি (ইহুদি বসতি) বাড়ি নির্মাণ করার অনুমোদন দিয়েছে। এছাড়া আরো ১৮ শ’ (ইহুদি বসতি) বাড়ি নির্মাণ করার সাথে সম্পর্কিত প্রকল্পকেও অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

পিস নামের এক ইসরাইলি এনজিও এসব অবৈধ ইহুদি বসতি নির্মাণের অনুমোদনকে সত্য বলে নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কর্তৃক তীব্র সমালোচনাকে উপেক্ষা করেই এ ধরনের ইহুদি বসতি নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

এ দিকে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, এ ধরনের (অবৈধ ইহুদি বসতি নির্মাণের) অনুমোদনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে।

এ ধরনের অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিষয়ে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, এ ধরনের (অবৈধ ইহুদি বসতি নির্মাণের) অনুমোদনের মাধ্যমে জায়নিস্ট (ইসরাইলি) সরকারের সম্প্রসারণবাদী মনোভাব প্রকাশিত হয়েছে।

১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর দখল করে ইসরাইল। ওই সময় থেকে ইসরাইলি নাগরিকরা পশ্চিম তীরে বসতি স্থাপন শুরু করে। দখলকৃত ভূমিতে আন্তর্জাতিক আইন অনুসারে যেকোনো স্থাপনা নির্মাণ অবৈধ হলেও এখনো পর্যন্ত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ করে আসছে ইসরাইলি কর্তৃপক্ষ।

১৯৯৩ সালে অসলো শান্তিচুক্তির মাধ্যমে পশ্চিম তীর থেকে ধীরে ধীরে ইহুদি বসতি সরিয়ে নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তার নিয়ন্ত্রণ হস্তান্তরের কথা থাকলেও ইসরাইল এ বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেয়নি। উপরন্তু, পশ্চিম তীরে নতুন নতুন অবৈধ বসতি নির্মাণ অব্যাহত রেখেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

বর্তমানে জেরুসালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ২৫৬টি বসতিতে প্রায় সাত লাখ ইসরাইলি ইহুদি বাস করছে।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী গাজীপুরে গাঁজার বড় চালানসহ আটক ২ দুই ঘণ্টায় বিক্রি হয়ে গেল ২৫০০ তরমুজ ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি

সকল