০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


আমিরাতে প্রথম সরকারি সফরে যাচ্ছেন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু - ছবি : সংগৃহীত

স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক স্থাপনের পর প্রথমবারের মতো উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার আবুধাবির সাথে তেলআবিবের সম্পর্ককে আরো জোরদার করার উদ্দেশ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী এই সফরে আসছেন বলে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া ও ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়।

তবে ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর বা সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই তথ্যের নিশ্চয়তা দেয়নি।

ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, নেতানিয়াহুকে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর উপ-প্রধান শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।

এর আগে গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সাথে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক স্থাপনের চুক্তিতে স্বাক্ষর করে। ‘ইবরাহিমি চুক্তি’ (আব্রাহাম অ্যাকর্ড) নামে পরিচিত এই চুক্তিতে পরে মরক্কো ও সুদান যোগ দেয়।

সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে চুক্তির আওতায় দেশ দু’টি অর্থনীতি, বাণিজ্য, বিমান যোগাযোগ, জ্বালানি, টেলিযোগাযোগ, স্বাস্থ্য, কৃষিসহ ১৫টি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতায় সম্মত হয়।

দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত বিনিময় ও দূতাবাস প্রতিষ্ঠার পর সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার এই সফর করছেন নেতানিয়াহু।

ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এক দিনের সরকারি এই সফরে নেতানিয়াহু চুক্তিবদ্ধ অপর দেশ বাহরাইনে সফর করবেন কি না, তা নিশ্চিত নয়। এর আগে ফেব্রুয়ারিতে দেশটিতে নেতানিয়াহু এক দিনের সফরের পরিকল্পনা করলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ওই সফর স্থগিত করেন তিনি।

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement
ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম মহামারী মোকাবেলায় উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য : প্রধানমন্ত্রী আমের বোঁটায় বিস্ময়কর মুকুল বাংলাদেশ ১০টির মতো এয়ারবাস কিনতে চায় : বিমানমন্ত্রী প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মাছ হজযাত্রীদের জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে ভ্রমণ নিষিদ্ধ : সৌদি মন্ত্রণালয় ব্রাহ্মণবাড়িয়া জামায়াত আমিরসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা ভালুকায় ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ২ বৃষ্টিতে সম্পূর্ণ নিভেছে সুন্দরবনের আগুন ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, আটক ৩ সরিষাবাড়ী উপজেলার পরিষদ নির্বাচন শেষ মুহূর্তে স্থগিত

সকল