১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম

মুফতী মোহাম্মদ রফিকুল ইসলাম - ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষদের নাম ঘোষণা করা হয়েছে। এতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠদের তালিকায় সবার ‍ওপরে উঠে এসেছে মুফতী মোহাম্মদ রফিকুল ইসলামের নাম।

সোমবার জেলা প্রশাসক ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান এবং জেলা শিক্ষা কর্মকর্তা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটির সদস্য সচিব জুলফিকার হোসেন শ্রেষ্ঠদের নাম ঘোষণা করেন।

শ্রেষ্ঠ অধ্যক্ষ মুফতী মোহাম্মদ রফিকুল ইসলাম জেলার নবীনগর উপজেলার নারায়ণপুর ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ।

এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর উপজেলা ভিত্তিক ফলাফলে নবীনগর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিল নারায়ণপুর ডিএস কামিল মাদরাসা। একইসাথে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম শ্রেষ্ঠ অধ্যক্ষ, সহকারী অধ্যাপক এ কে এম হাবিবুর রহমান শ্রেষ্ঠ রোভার শিক্ষক, সহকারী অধ্যাপক মাসুদ রানা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শেখ শামসুল আলম শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক এবং একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলামের মেয়ে হুমায়রা বিনতে রফিক শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন।

জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় মুফতি রফিকুল ইসলামকে নারায়ণপুর ডিএস কামিল মাদরাসার গভর্নিং বডির সদস্যরা, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অভিনন্দন জানিয়ে বলেন, নারায়ণপুর ডিএস কামিল মাদরাসার অগ্রযাত্রা এভাবেই এগিয়ে যাক, মহান আল্লাহ পাকের কাছে সেই প্রার্থনা করছি।

এক প্রতিক্রিয়ার মুফতি রফিকুল ইসলাম বলেন, এ কৃতিত্বের পেছনে আমার তেমন বেশি অবদান নেই। এজন্য মাদরাসার সুযোগ্য গভর্নিং বডি, সম্মানিত অভিভাবকগণ এবং আমার সন্তানতুল্য শিক্ষার্থীরা যথেষ্ট দাবীদার। এই কৃতিত্ব ধরে রাখতে আমি সর্বদা চেষ্টা করবো।


আরো সংবাদ



premium cement
মহাদেবপুরে বাসচাপায় মাদরাসাছাত্র নিহত কিরগিজস্তানের পরিস্থিতি শান্ত হলেও উদ্বেগজনক সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস দাগনভূঞায় অগ্নিদগ্ধ পরিবারের মাঝে জামায়াতের উদ্যোগে গৃহ নির্মাণ উদ্বোধন ২৫ মে বঙ্গবাজার বিপণিবিতান নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এখনো নিখোঁজ প্রেসিডেন্ট রাইসি : অনুসন্ধানে ৪০ দল ৫ দফা দাবিতে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির স্মারকলিপি গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন : বাইডেনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বগুড়ায় তীব্র লোড শেডিং, ২২ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ গণ-অর্থায়নের মাধ্যমে যেভাবে এভারেস্টের চূড়ায় বাবর আলী

সকল