১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


আমিরাতে প্রথম সরকারি সফরে যাচ্ছেন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু - ছবি : সংগৃহীত

স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক স্থাপনের পর প্রথমবারের মতো উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার আবুধাবির সাথে তেলআবিবের সম্পর্ককে আরো জোরদার করার উদ্দেশ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী এই সফরে আসছেন বলে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া ও ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়।

তবে ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর বা সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই তথ্যের নিশ্চয়তা দেয়নি।

ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, নেতানিয়াহুকে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর উপ-প্রধান শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।

এর আগে গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সাথে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক স্থাপনের চুক্তিতে স্বাক্ষর করে। ‘ইবরাহিমি চুক্তি’ (আব্রাহাম অ্যাকর্ড) নামে পরিচিত এই চুক্তিতে পরে মরক্কো ও সুদান যোগ দেয়।

সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে চুক্তির আওতায় দেশ দু’টি অর্থনীতি, বাণিজ্য, বিমান যোগাযোগ, জ্বালানি, টেলিযোগাযোগ, স্বাস্থ্য, কৃষিসহ ১৫টি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতায় সম্মত হয়।

দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত বিনিময় ও দূতাবাস প্রতিষ্ঠার পর সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার এই সফর করছেন নেতানিয়াহু।

ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এক দিনের সরকারি এই সফরে নেতানিয়াহু চুক্তিবদ্ধ অপর দেশ বাহরাইনে সফর করবেন কি না, তা নিশ্চিত নয়। এর আগে ফেব্রুয়ারিতে দেশটিতে নেতানিয়াহু এক দিনের সফরের পরিকল্পনা করলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ওই সফর স্থগিত করেন তিনি।

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement
আশুলিয়ায় নিবন্ধন না থাকায় ২টি হাসপাতাল সিলগালা সরকারের ইচ্ছের অভাবে উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে স্বদেশী ভাষা চালু হয়নি এমপির প্রভাব ও নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা চেয়ারম্যানদের আয় বেড়েছে প্রায় ৫৫০ শতাংশ : টিআইবি জৈন্তাপুরে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে থাকলেও ভোটে আগ্রহ নেই ভোটারদের সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে মুদি দোকানির মৃত্যু দেশটা মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল আইপিএলে প্লে-অফের ৪ দল নিশ্চিত, কে কার বিরুদ্ধে খেলবে? বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ নয় : আইজিপি ভালুকায় কারখানা শ্রমিদের মহাসড়ক অবরোধ উলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে : রফিকুল ইসলাম খান

সকল