৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


কোটিপতি শ্রমিক

-

ভারতে ১৫০ রুপির লটারি কিনে রাতারাতি ভাগ্যবদল করলেন মালবাজারের এক শ্রমিক। এই ঘটনায় এলাকায় যেমন হইচই শুরু হয়েছে তেমনি ওই শ্রমিকের পরিবারও আনন্দে আত্মহারা। তাকে দেখতে অনেকেই আসছেন বাড়িতে। পড়শিদের অনেকে তার নিরাপত্তার কথা ভেবে তাকে পাহারা দিচ্ছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া ওই শ্রমিকের নাম বলবাহাদুর রাই। সে মালবাজার তিস্তার তীরে তত্ত্বজ্ঞও গ্রামের বাসিন্দা। গত রোববার রাতে তিনি লটারি জেতার খবর জানতে পারেন। এ খবর শুনে এলাকায় রীতিমতো হইচই পড়ে যায়। বলবাহাদুর লটারি জেতার খবর পাওয়ার পর রাতে আর ঘুমাতে পারেননি। তার নিরাপত্তার কথা বিবেচনা করে এলাকার কিছু যুবক তাকে অন্য যায়গায় নিয়ে যায়। বলবাহাদুর রাই বলেন, ‘আমি দৈনিক ১৭০ টাকা আয় করি। স্বপ্নেও ভাবিনি কোন দিন কোটিপতি হয়ে যাবো। এমনিতেই কি মনে হলো ১৫০ টাকা দিয়ে টিকিটটা কিনেছিলাম।’ এ দিকে লটারির টাকা তিস্তার হাত থেকে কৃষি জমি রক্ষার্থে খরচ করবেন উল্লেখ করে বলবাহাদুর বলেন, ‘লটারিতে প্রাপ্ত টাকার কিছু দিয়ে তিস্তা নদীর হাত থেকে কৃষি জমি রক্ষার্থে বাঁধের জালির খরচা দেবো।’ ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement