দোয়ারাবাজারে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
- সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
- ৩০ এপ্রিল ২০২৪, ১১:২৫
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের দু’দিন পর চেলা নদী থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর রহিমের পাড়া-নাছিমপুর বাজার খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ব্যবসায়ী মো: মাইন উদ্দিন আহমদ (৫৫) নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও গ্রামের মরহুম আব্দুল মোতালিবের ছেলে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ি থেকে বের হন মইন উদ্দিন। রাতে বাড়ি না ফেরায় ও মোবাইলে ফোন বন্ধ পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। মঙ্গলবার সকাল ৮টার দিকে চেলা নদীর নাছিমপুর বাজার-রহিমেরপাড়া খেয়াঘাট এলাকায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, খবর পেয়ে চেলা নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা