৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


চুয়াডাঙ্গায় ঘরের মধ্যে ঢুকে নৃশংসতা, প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন যাদবপুরে জেসমিন আক্তার ওরফে আয়না খাতুন (৩৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে এঘটনা ঘটে।

বুধবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এসময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু, একজোড়া হ্যান্ডগ্লাভস ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

নিহত জেসমিন আক্তার ওরফে আয়না যাদবপুর গ্রামের কুয়েত প্রবাসী হাবিবুর রহমান হবির স্ত্রী। এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়েছে।

নিহত জেসমিনের বোন সাথী খাতুন বলেন, ‘আমার দুলাভাই কুয়েত প্রবাসী। বোন ওর শাশুড়ির সাথে বাড়িতে থাকতো। গত সপ্তাহখানেক আগে তার শাশুড়ি মারা যান। এরপর থেকে সে বাড়িতে একাই থাকতো।’

তিনি আরো বলেন, ‘আমার বোনের দুই সন্তান। মেয়ে তাসমিন বিয়ে হয়েছে আর আট বছরের শিশু তাজমির মায়ের সাথেই থাকতো। এখন মাকে হারিয়ে শিশুটি শুধু কান্না করছে।’

স্থানীয়দের ধারণা, বাড়ির প্রাচীর পার হয়ে বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকে এই হত্যাকাণ্ড চালানো হয়।

মেয়ে তাসমিন বলেন, ‘আমার মাকে কয়েকদিন যাবত মোবাইলে কেউ বিরক্ত করছিল শুনেছি। গতকাল মঙ্গলবার সিমও পরিবর্তন করেন। কি কারণে আমার মাকে হত্যা করেছে আমি জানি না। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।’

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, জেসমিন আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি ছুরি, একজোড়া হ্যান্ডগ্লাভস ও তিনটি মোবাইল ফোনে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেয়া হয়েছে। অনেকগুলো সূত্র পাওয়া গেছে। খুব শিগগিরই হত্যাকারীকে আইনের আওতায় নেয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলার প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement
বড় চমক ছাড়াই প্রস্তুত বাংলাদেশের বিশ্বকাপ দল দোয়ারাবাজারে কলেজছাত্রীকে ধর্ষণ করে হত্যা, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বাধাহীন প্রবেশের দাবি সম্পাদক পরিষদ ও নোয়াবের পেকুয়া উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ২ প্রার্থী নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রয়োজন ১৮৫ দিন : শিক্ষামন্ত্রী মঙ্গলবার ২ হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বাড়ল জ্বালানি তেলের দাম, কার্যকর বুধবার বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী ‘ইসলামী সমাজ বিপ্লব ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়’ ইসরাইলে জার্মানির অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিতে আইসিজের অস্বীকৃতি

সকল