২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


বড় চমক ছাড়াই প্রস্তুত বাংলাদেশের বিশ্বকাপ দল

বড় চমক ছাড়াই প্রস্তুত বাংলাদেশের বিশ্বকাপ দল - ফাইল ছবি

বড় কোনো চমক ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ। জানা গেছে ইতোমধ্যেই নির্বাচক কমিটি চূড়ান্ত করে ফেলেছে ১৫ সদস্যের দল। বলার মতো খবর, এই বহরে ঠাঁই পেতে যাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দীন ও মাহমুদউল্লাহ রিয়াদ।

আইসিসির বেঁধে দেয়া সময় অনুযায়ী, ১ মের মাঝে দল পাঠাতে হবে আইসিসিতে। ইতোমধ্যে বিভিন্ন দেশ তাদের দল প্রকাশ করতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিশ্বকাপ বহরে কারা থাকছে, তা নিয়েও আগ্রহের শেষ নেই সমর্থকদের মাঝে।

তবে জানা গেছে সেই অপেক্ষা ফুরাতে বেশ খানিকটা অপেক্ষা করতেই হবে। আগামীকালের মাঝে দল পাঠালেও সেই দলে পরিবর্তন আনা যাবে ২৪ মে’র আগ পর্যন্ত যেকোনো সময়ে৷ বিসিবি সেই সুযোগটাই কাজে লাগাতে যাচ্ছে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা তখনই করবে বিসিবি।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, দলে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ ও দীর্ঘ চোট কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। থাকছেন চোটের কারণে দলের বাহিরে থাকা সৌম্য সরকারও।

মাহমুদউল্লাহ রিয়াদ শেষ বয়সে এসেও বেশ চমক দেখাচ্ছেন। আছেন ছন্দে। অভিজ্ঞতার ভাণ্ডারও বেশ সমৃদ্ধ। সুবাদে তার জায়গা পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বিপরীতে সাইফুদ্দীন প্রায় ১৮ মাস পর ফিরেছেন জাতীয় দলে। যদিও এখনো পুরো ফিট নন তিনি, তবে বিসিবি আশাবাদী পূর্ণ ফিট সাইফুদ্দিনকেই দলে পাওয়া যাবে।

জিম্বাবুয়ে সিরিজেই মূলত পরীক্ষা হবে সাইফুদ্দীনের। এখানে ভালো করতে পারলেই টিকে যাবেন বিশ্বকাপে। অন্যথায় বিলল্প অপশন তো আছেই বিসিবি’র হাতে। ২৪ মের আগে যেকোনো সময় পরিবর্তন আনা যাবে দলে৷ একই কথা চোটে থাকা আরেক অলরাউন্ডার সৌম্য সরকারের ক্ষেত্রেও।

তাছাড়া সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, জাকের আলি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদের জায়গা অনেকটাই পাকা বিশ্বকাপে।


আরো সংবাদ



premium cement
শৈলকুপায় ইজি বাইকের ধাক্কায় গৃহবধূ নিহত গৌরীপু‌র উপ‌জেলা চেয়ারম‌্যান হ‌লেন সোমরাথ সাহা মাথাপিছু আয় এখন ২৭৮৪ মার্কিন ডলার : বিবিএস কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী রিমার্ক-হারল্যানের নতুন পরিচালক ইউনিলিভারের সামি সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যে বার্তা দিচ্ছে চুয়াডাঙ্গায় বিএন‌পি নেতার লাশ মিল‌ল পাটক্ষেতে কক্সবাজারে ভোট শেষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক : ওবায়দুল কাদের চকরিয়া উপজেলায় চেয়ারম্যান হলেন ফজলুল করিম এ বছর রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছেন ২০ শিল্প প্রতিষ্ঠান

সকল