বেনাপোলে সামুদ্রিক মাছের ট্রাকে ৪৭০ কেজি চিংড়ি আটক
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ২৯ এপ্রিল ২০২৪, ২০:৩০
ভারত থকে আমদানিকৃত সামুদ্রিক মাছের ট্রাকে ঘোষণা বহির্ভূত ৪৭০ কেজি চিংড়ি আটক করেছে যশোরের বেনাপোল কাস্টমস কর্মকর্তরা।
সোমবার (২৯ এপ্রিল) বন্দরের ৩১ নম্বর সেড থেকে পণ্যের চালানটি আটক করা হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে মিথ্যা ঘোষণা দিয়ে সামুদ্রিক মাছের ট্রাকে চিংড়ি আমদানি করে সরকারের ১৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছিল। পণ্য চালনটি খুলনার বুলবুল ট্রেডার্স নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে আমদানি করে। মাছের চালানটিতে ঘোষণা দেয়া হয় যে ৮৭ কার্টন মাছ যার নিট ওজন পাঁচ হাজার ১৭ কেজি। কিন্ত কাস্টমস কর্তৃপক্ষ মিথ্যা ঘোষণায়, ১১ প্যাকেজ মাছ বেশি পায়। আকারে বড় ও অতিরিক্ত ৪৭০ কেজি চিংড়ি মাছ আটক করা হয়।
বেনাপোল কাস্টমস কমিশনার মো: আব্দুল হাকিম জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমদানি করা একটি সামুদ্রিক মাছের চালানের ট্রাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে ঘোষণা অতিরিক্ত ১১ প্যাকেজে ৪৭০ কেজি বড় আকারের চিংড়ি মাছ আটক করা হয়।
আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা