২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মমতাজের দুই সাফল্য

মমতাজের দুই সাফল্য -

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গর্ব বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগমের ইংরেজি নতুন বছরের শুরুটাই হলো পরপর দু’টি সাফল্য দিয়ে। একটি হলো মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ সিনেমাতে ‘রাত জাগা ফুল’ টাইটেল সংটি গাওয়ার জন্য তিনি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস)’র ২১তম আসরে ২০২১ সালের শ্রেষ্ঠ প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে পুরস্কৃত হয়েছেন। গেলো ২২ জানুয়ারি রাজধানীর খামারবাড়ির কেআইবি মিলনায়তনে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি ও নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসেনের কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। বছরের শুরুতেই এমন সম্মাননা অর্জনে ভীষণ খুশি হন মমতাজ। কারণ বছরের শুরুটাই হলো সাফল্য দিয়ে। এদিকে আরো একটি অনেক বড় সফলতার কথা জানালেন মমতাজ বেগম। মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য। তার সংসদীয় এলকায় রয়েছে ২৭টি ইউনিয়ন। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৭টি ইউনিয়নের মধ্যে ২০টি ইউনিয়নে নৌকা প্রার্থী নিয়ে আওয়ামী লীগের জয়জয়কার হয়েছে। আর এতে ভীষণ উচ্ছ্বসিত মমতাজ বেগম। মমতাজের ভাষ্যমতে দেশ স্বাধীনের পর তার নির্বাচনী এলাকা থেকে এত বড় বিজয় এবারই প্রথম। সম্মাননা প্রাপ্তি এবং নিজের নির্বাচনী এলাকায় নৌকার বিপুল জয় প্রসঙ্গে মমতাজ বেগম বলেন, ‘শুরুতেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে করেনার এই মহামারীতে তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সঠিকভাবে কাজ করে যেতে পারছি দেশের মানুষের জন্য। আমার ভক্ত শ্রোতাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ যে তারা আমার নতুন গান রাত জাগা ফুল পছন্দ করেছেন এবং সেই সাথে মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ গানটির জন্য আমি গত ২২ জানুয়ারি বাবিসাস’র পক্ষ থেকে ২০২১ সালের শ্রেষ্ঠ প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে স্বীকৃতি পাই। সত্যিই এটা আমার জন্য অনেক সম্মানের, গর্বের। আর সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার নির্বাচনী এলাকা থেকে ২০ জন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ায় নিজের ভেতর অনেক আনন্দ কাজ করছে। স্বাধীনতার পর আমার নির্বাচনী এলাকা থেকে এতো বড় বিজয়, এতো বড় সাফল্য এবারই প্রথম। এই বিশাল বিজয় আমার জন্য অনেক গর্বের। স্বচ্ছ নির্বাচন হয়েছে, কোনোরকম মারামারি, হানাহানি ছাড়া জনগণের ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২০ জন নির্বাচিত হয়েছেন। মানুষ প্রাণ ভরে তার প্রার্থীকে নির্বাচিত করেছেন। তার নিজের মতো করেই জন প্রতিনিধি বাছাই করে নিয়েছেন। আমি এলাকাবাসীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’


আরো সংবাদ



premium cement
রাজধানীর জুড়ে ইসতিসকার নামাজ আদায় নাগরপুরে তীব্র তাপদাহে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে উপজেলা নির্বাচন : নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের যে শর্তের কথা জানালেন রিজভী গুচ্ছের বিজ্ঞান বিভাগে সারাদেশে শিক্ষার্থীদের উপস্থিতি ৯০ শতাংশ গাজায় ছড়াতে পারে মহামারি নারায়ণগঞ্জে ৭ খুন : বিচার কোন পর্যায়ে? মৌলভীবাজারে কালবৈশাখীর তাণ্ডব, খোলা আকাশের নিচে অনেক পরিবার গুচ্ছ ভর্তি পরীক্ষা : জবিতে মোট উপস্থিতি ৮৩ শতাংশ ব্যস্ত শহর বগুড়া ফাঁকা : বৃষ্টির জন্য নামাজ আদায় অব্যাহত ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সমৃদ্ধ জনপদে পরিণত করবো : ড. শফিকুল ইসলাম মাসুদ কক্সবাজার সমুদ্র সৈকতে হিট স্ট্রোকে পর্যটকের মৃত্যু

সকল