০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত

নিহত মো: নান্নু মিয়া - ছবি : নয়া দিগন্ত

নরসিংদীর বেলাবতে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো: নান্নু মিয়া (৬৫) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বেলাব উপজেলার বারৈচা-রায়পুরা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নান্নু মিয়া উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর গ্রামের মরহুম হাফিজ খলিফার ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নান্নু মিয়া প্রতিনিয়ত উপজেলার আমলাব বাজার থেকে কাঠ কিনে হোসেন নগর গ্রামের মিলন মার্কেটে তার দোকানে নিয়ে যেত এবং বিভিন্ন আসবাবপত্র তৈরি করে বিক্রি করে আসছিল। অন্য দিনের মতো আজো অটোরিকশা ভরে কাঠ কিনে তার দোকানের উদ্দেশে রওয়ানা দেন নান্নু মিয়া। পরে বারৈচা-রায়পুরা আঞ্চলিক সড়কের তোতা মার্কেটের সামনে পৌঁছালে রাস্তায় থাকা খানাখন্দের গর্তে অটোরিকশার চাকা আটকে রিকশাটি উল্টে যায়। এতে নান্নু মিয়া রিকশার নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত নান্নু মিয়ার ছেলে মাসুম বলেন, তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। কাজের জন্য আমলাব বাজার থেকে কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় গাড়ি উল্টে চাপা পড়ে মারা যান তিনি।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অটোরিকশা উল্টে চাপা পরে একজনের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement
বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট বিতরণ করবে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে টমটমের সিরিয়ালকে কেন্দ্র করে সংঘর্ষ : নিহত ৩, আহত ৩০ ৩৮ দিনে বজ্রপাতে ৩৫ কৃষকসহ ৭৪ জনের মৃত্যু দেশে অনলাইন জুয়ার বিজ্ঞাপনের মহোৎসব চলছে : টিআইবি সন্তোষজনক ভোটার উপস্থিতিতে স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে : হাছান মাহমুদ বগুড়ায় ছটফট করতে করতে স্বামী-স্ত্রীর মৃত্যু ঝালকাঠিতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার ৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৩৮ কুয়াকাটায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা হামাসের নৌ-কমান্ডার নিহত, দাবি ইসরাইলের মিঠাপুকুরে ৭০০ পিচ ইয়াবাসহ ইউপি সদস্য বাহাদুর গ্রেফতার

সকল