০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


পাওনা টাকা চাওয়ায় ঝালমুড়ি বিক্রেতাকে হত্যা

পাওনা টাকা চাওয়ায় ঝালমুড়ি বিক্রেতাকে হত্যা - ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের নাগরপুর এলাকায় পাওনা টাকা চাওয়ায় মো: হাসমত আলী (৫০) নামের এক ঝালমুড়ি বিক্রেতাকে হত্যা করা হয়েছে। সংবাদ পেয়ে স্থানীয় থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকালে উপজেলার পারবাইজোড়া গ্রামের ইয়ারচান মিয়ার পরিত্যাক্ত জমি থেকে হাসমত আলীর (৫০) লাশ উদ্ধার করা হয়।

হাসমত আলী পারবাইজোড়া গ্রামের মৃত হায়েদ আলীর ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে তফিজ উদ্দিন ব্যবসার কথা বলে হাসমত আলীর কাছ থেকে সাড়ে চার লাখ টাকা ধার নেন। নির্দিষ্ট সময়ের পর হাসমত আলী টাকা চাইতে গেলে তফিজ উদ্দিন নানা টালবাহানা করে আসছিল। সোমবার বিকেলে হাসমত আলী ফের তফিজের কাছে টাকা চাইতে যায়। এ নিয়ে হাসমত আলীর সাথে তফিজের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তফিজ ও রহিম বাদশা মিলে হাসমত ও তার মেয়েকে মারপিট করে। গত বুধবারও (০৫ অক্টোবর) বাজারে রহিম বাদশা ও হাসমত আলীর মাঝে কথা কাটাকাটি হয়।

নিহতর স্ত্রী সোনা ভানু বলেন, ‘বুধবার রাত ৮টার দিকে কামাল আমাদের বাড়িতে আসেন। বিষয়টি মীমাংসার জন্য আমার স্বামীকে বাইরে ডেকে নেন। এরপর রাতে আমার স্বামী আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার ভোরে স্থানীয় আসু মিয়ার স্ত্রী নবীয়া বেগম খবর দেন, ইয়ারচান মিয়ার পরিত্যাক্ত জমিতে আমার স্বামীর লাশ পড়ে আছে।’

পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলেও নিহতের স্ত্রী দাবি করেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
‘২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানি আয় করবে পোশাক শিল্প’ প্যারিসে গুলিতে একজন নিহত, বেশ ক’জন আহত ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ফেনীতে চাঁদা না পেয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ বর্তমান সরকার অন্যের দ্বারা নিয়ন্ত্রিত : কর্নেল অলি গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিয়ের এক সপ্তাহের মাথায় দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী গোবিন্দগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২ টানা ৮ দফা কমার পর আবার বাড়লো স্বর্ণের দাম

সকল