১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


বিয়ের এক সপ্তাহের মাথায় দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী

বিয়ের এক সপ্তাহের মাথায় দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী - ছবি : নয়া দিগন্ত

বিয়ের মেহেদী না শুকাতেই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন নব বিবাহিত সৌদি প্রবাসী আকতার হোসেন (৩২)। একই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে আইসিইউতে আছেন স্ত্রী সুবর্ণা আক্তার (১৯)।

শনিবার (৪ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আকতার হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামের কালু ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক জানান, তারা স্বামী স্ত্রী মোটরসাইকেল যোগে চান্দিনার দিকে যাওয়ার পথে নিমসার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি বাস চাপা দিলে আহতাবস্থায় তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয। এ সময় আকতার হোসেনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্ত্রী সুবর্ণা আক্তারকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করান।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামের কালু ড্রাইভারের ছেলে আকতার হোসেন দীর্ঘদিন সৌদী আরবে কর্মরত থেকে ছুটিতে বাড়িতে এসে গত ২৭ এপ্রিল (শনিবার) কুমিল্লার সদর উপজেলার শংকরপুর গ্রামে বিবাহ করেন।
শুক্রবার (৩ মে) মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যান এবং শনিবার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটে তার।

স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জানান, এক শনিবার বিয়ে করেছেন পরের শনিবার লাশ হয়ে বাড়িতে ফিরলেন! এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা পরপর আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। পরে খোঁজ নিয়ে লাশ উদ্ধার করলেও পরিবারের দাবিতে বিনা ময়নাতদন্তের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement