০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


গাজীপুরে মুমুর্ষ অবস্থায় অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী আটক

গাজীপুরে মুমুর্ষ অবস্থায় অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী আটক - নয়া দিগন্ত

গাজীপুরে অপহরণের ১২ ঘণ্টা পর বৃহস্পতিবার মুমুর্ষ অবস্থায় শিশু নিশাত বাবু (৩) নামের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১ সদস্যরা। চাকুরি থেকে বরখাস্তের প্রতিশোধ নিতে শিশুটিকে অপহরণের পর মুক্তিপণ দাবী করা হয়েছিল। এসময় অপহরণকারীকেও আটক করা হয়।

আটককৃতের নাম মো. মোস্তাফিজুর রহমান (১৮)। সে শেরপুর জেলা সদর থানার ডুবারচর এলাকার আবুল কাশেম ওরফে তারার ছেলে।

র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, দিনাজপুরের চিরিরবন্দর থানার যৌতগ্রাম ধনপুর এলাকার মো. বকুল মিয়া স্বপরিবারে গাজীপুর মহানগরের আউটপাড়া এলাকার শওকত আলীর বাড়িতে ভাড়া বাসায় থাকেন। তিনি স্থানীয় এলএফ সিকিউরিটি প্রতিষ্ঠাণের রিক্রুটিং অফিসার। তার তিন বছরের শিশু সন্তান নিশাত বাবুকে খেলা করার সময়ে বৃহষ্পতিবার বেলা সোয়া ১১টার দিকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। পরে অপহরণের কথা জানিয়ে শিশুটিকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে অপহৃতের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা। এদিকে স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পান নি।

র‌্যাব কর্মকর্তা জানান, অপহৃত শিশুটিকে উদ্ধারের জন্য তার স্বজনরা গাজীপুরে র‌্যাব-১’র পোড়াবাড়ী ক্যাম্পে আবেদন করেন। এর প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা বিভিন্নস্থানে অভিযান চালায়। অপহরণের প্রায় ১২ ঘন্টা পর মধ্যরাতে বৃহস্পতিবার দিবাগত অপহরণকারীরা মুক্তিপণের টাকা নেওয়ার জন্য অপহৃতকে নিয়ে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১’র সদস্যরা সেখানে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে মুমুর্ষাবস্থায় উদ্ধার করে।

এসময় ১টি ধারালো সুইচ গিয়ার ও ১টি মোবাইল ফোনসহ মূল অপহরণকারীকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত শিশুটিকে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে অপহরণকারী জানায়, অপহৃত শিশুটির বাবা মো. বকুল মিয়া যে সিকিউরিটি প্রতিষ্ঠাণের কর্মকর্তা, সেই একই প্রতিষ্ঠাণে পিয়ন পদে চাকুরি করতো মোস্তাফিজুর রহমান। তারা দু’জনই একই বাড়িতে ভাড়া থাকেন। মোস্তাফিজুর রহমান ধনী হওয়ার স্বপ্ন দেখতেন। বিপুল টাকা উপার্জন করে গাজীপুরে সন্ত্রাসী দল গঠন করে স্বচ্ছল জীবন যাপনেরও স্বপ্ন দেখতেন তিনি। গত চারদিন আগে চুরির দায়ে চাকুরি থেকে বরখাস্ত হন মোস্তাফিজুর রহমান। এতে বকুলের উপর ক্ষুব্ধ হন মোস্তাফিজুর রহমান। চাকুরিচ্যুত করার প্রতিশোধ নিতে ও ধনী হওয়ার লক্ষ্যে এ শিশু অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে অপহরণকারী মোস্তাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement
গাছ কাটা ও লাগানো বিষয়ে নীতিমালা প্রণয়ন প্রশ্নে হাইকোর্টের রুল ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ দিলো পুতিন আমলাদের সন্তানের জন‌্য আলাদা বিশ্ববিদ‌্যালয়ের চিন্তা সরকারের নেই চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে বাসচালকের মৃত্যু প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস জামালপুরে ট্রাক উল্টে চালক নিহত ভালুকায় রাইদা কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ কক্সবাজারের পাহাড়ি ছরায় গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর রাফা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার আদেশে হামাসের প্রতিক্রিয়া

সকল