২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ভা র তে র লো ক ক থা

সারস ও কাঁকড়া

রূপান্তর: শেখ আবদুল্লাহ নূর
-

(গত দিনের পর)
কাঁকড়া এবার বকের গলা আরো শক্ত করে চেপে ধরে। শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় সারসের। চোখ দুটো ঘোলা হয়ে আসে। গলা থেকে কক্ কক্ শব্দ হয় সারসের। ঠোঁট তার ঢিলে হয়ে আসে, মুখের হ্যাঁ আরো বড় হয়ে যায়। একসময় বকের ঠোঁট থেকে খসে পড়ে কাঁকড়া। কিন্তু নিচে পড়ে যায় না। কারণ, দুই সাঁড়াশি ঠ্যাং দিয়ে সে বকের গলা চেপে ধরে আছে। ঝুলে আছে সে বকের গলায়।
অল্প কিছুক্ষণ পরেই দম বন্ধ হয়ে সারস পাখিটি মরে পড়ে গেল নিচে তালগাছের গোড়ায় পানিতে। বকের সাথে কাঁকড়াটিও নিচে পানিতে গিয়ে পড়ল।
শীতল পানির স্পর্শ পেয়ে যেন প্রাণ ফিরে পেল কাঁকড়া। বকের গলা ছেড়ে দিলো সে। পানির তলার মাটি স্পর্শ করে হাফ ছেড়ে বাঁচল। এবার ওপর দিকে তাকিয়ে দেখে মরা বকটি পানিতে ভাসছে। আহ্, কী শীতল পরশ পদ্মবিলের পানির।
(শেষ)


আরো সংবাদ



premium cement