১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলকদ ১৪৪৫
`


উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

-

(গত দিনের পর)
ঘুণাক্ষরেও কেউ টের পাবে না, কে তুমি, আর কে আমি। তাছাড়া, আমি তো মানুষ নই। আমি মৎস্য কুমার। তোমাদের খানের পুরস্কার নিয়ে আমি কী করব?
দ্বীপের যুবক বন্ধুটি বলে, এবার আমার বিদায় নেবার পালা বন্ধু। খুব দ্রুতই আমাকে গাঢাকা দিতে হবে। তা না হলে, সবকিছু ফাঁস হয়ে যেতে পারে। তবে, যাবার আগে আমার নিজের কাহিনী বলে যাই তোমাকে। দ্বীপের বন্ধুটি বলে, আমিই তোমাদের জালে ওঠা সেই সোনামাছ। যে মাছটিকে তুমি করুণা করে সাগরে ছেড়ে দিয়েছিলে। তোমার বাবা সাগরে জাল ফেলছিল, তুমি নৌকা সামাল দিচ্ছিলে আর গান গাইছিলে। তোমার গাওয়া গানটি আমার বাবাকে এবং আমাকে বিমোহিত করছিল। আরেকটি কথা বলতে ভুলে গেছি। আমার বাবা এই কাসপিয়ান সাগর জলের রাজা। সাগর তলদেশে আমাদের প্রাসাদ। (চলবে)

 


আরো সংবাদ



premium cement