২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মুসলিম মনীষীমনীষী সুলতান আজাদ-উদ-দৌলাহ

-

আজ তোমরা জানবে সুলতান আজাদ-উদ-দৌলা সম্পর্কে।
তিনি একাধারে ছিলেন শাসক ও মনীষী।
লিখেছেন মুহাম্মদ রোকনুদ্দৌলাহ
সুলতান আজাদ-উদ-দৌলাহ ইসলামি সোনালি যুগের অন্যতম মনীষী । মুকতাদির বিল্লাহ (আবুল ফজর জাফর) নামধারণ করে তিনি ক্ষমতার শীর্ষে বসেছিলেন। তবে শাসক হিসেবে নয়, বিজ্ঞানী হিসেবে বিশ্বসভ্যতায় অবদান রাখার জন্যই তিনি এখনো স্মরণীয় ও বরণীয়।
অঙ্কশাস্ত্রবিদ ও জ্যোতির্বিজ্ঞানী হিসেবে তিনি খ্যাতিমান। তিনি পারস্যের বুয়াইদ বংশের আমির ছিলেন। তবে শাসক হিসেবে নয়, জ্ঞানসাধক হিসেবেই তার মূল পরিচয়। নিজে জ্ঞানী ছিলেন, জানতেন জ্ঞানীর কদর করতে। পদার্থবিদ আবদুর রহমান সুফি ছিলেন
জ্ঞান-বিজ্ঞানের প্রতি সুলতান আজাদ-উদ-দৌলার ঝোঁক এতই প্রবল ছিল যে, প্রতি বছর তিনি ডাকতেন একটি ব্যাপক বিজ্ঞান সভা। দেশের সর্বস্তরের জ্ঞানী-গুণীরা এই সভা বা সম্মেলনে যোগদান করতেন। এখানে মনোজ্ঞ আলোচনা হতো জ্ঞান-বিজ্ঞানের। সুলতান তার পদমর্যাদা ভুলে গিয়ে জ্ঞানী-গুণীদের সাথে এককাতারে বসেই আলোচনায় যোগ দিতেন। এ ছাড়া সাধারণ বৈজ্ঞানিকদের সাথে মিলেমিশে মানমন্দিরে বসে গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ করতেন। এ কাজে তিনি অনেক সময় ব্যয় করতেন। জানা যায়, জ্যোতির্বিজ্ঞানেই ছিল তার বেশি আগ্রহ। ধূমকেতুর প্রতিও ছিল তার বিশেষ আকর্ষণ। ধূমকেতু সম্পর্কে তিনি কয়েকটি বইও লেখেন।
তাঁর জন্ম ৯৫১ সালে এবং মৃত্যু ১০২৪ সালে।


আরো সংবাদ



premium cement