২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কে কী---------- কেন কিভাবে

টেডিবিয়ার

-

আজ তোমরা জানবে টেডিবিয়ার সম্পর্কে। এটি এক ধরনের ভালুক আকৃতির খেলনা। লিখেছেন লোপাশ্রী আকন্দ


তোমরা অবসরে বিভিন্ন ধরনের খেলাধুলা করে সময় কাটাও। নিশ্চয়ই পুতুল খেলো, তাই না? টেডিবিয়ার নিয়েও হয়তো খেলো। টেডিবিয়ার এক ধরনের ভালুক আকৃতির খেলনা। এটি তৈরি করতে ব্যবহার করা হয় নরম কাপড় এবং মসৃণ ও মোলায়েম পশম।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সব শিশুরই একটি টেডিবিয়ার থাকে।
বর্তমানে আমাদের দেশেও এর বেশ প্রচলন দেখা যায়। বিশেষ করে শহরের শিশুরা টেডিবিয়ার নিয়ে খেলে।
কোন দেশের শিশুদের প্রায় সবারই টেডিবিয়ার আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের শিশুদের। তোমাদের অনেকে টেডিবিয়ার নিয়ে খেলো। বড়রা কী করে জানো? সংগ্রহ করে।
টেডিবিয়ার সংগ্রহ আমেরিকা ও ইউরোপের অনেক মানুষের শখ। তোমাদের কারোর যদি টেডিবিয়ার না থাকে, তাহলে এর জন্য কখনো বায়না ধরবে না। একদম কাঁদবে না, কেমন? তোমরা কত্ত ভালো। সবুর করবে।

 


আরো সংবাদ



premium cement