১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


ঘাটাইলে সংরক্ষিত বনে দুর্বৃত্তের আগুন

ঘাটাইলে সংরক্ষিত বনে দুর্বৃত্তের আগুন - ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের ঘাটাইল সংরক্ষিত বনাঞ্চল পুড়িয়ে ধ্বংস করছে দুর্বৃত্তরা। একটি চক্র কয়েক দিনে দফায় দফায় আগুন দিয়ে প্রায় ১০ একর বনভূমি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিনে দিনের বেলায় ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন সাগরদিঘী বিটের মালিরচালা শাল গজারি বনে একটি চক্র আগুন লাগিয়ে দেয়।

এর কিছুদিন আগেও কয়েক দফায় দুর্বৃত্তরা ওই বনে আগুল দেয়। আগুনে বনের বিশাল এলাকার গাছপালা, স্থানীয়রা জানায়, গত একমাসে এই বনে কয়েক দফায় আগুন লাগার দৃশ দেখা যায়। তাছাড়া প্রতিবছর শীতের শেষে বিশেষ করে চৈত্র মাসে এই আগুন দেয়ার দৃশ্য চোখে পড়ে। এতে বনে থাকা কীটপতঙ্গ পশু-পাখি, গাছ, গাছের ছোট চারা, লতাগুল্ম পুড়ে যায়।

এদিকে বনে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বন দেখবালের কাজে নিয়োজিত দুজন মালী ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সাহায্য করে।

স্থানীয়রা জানান, নির্বিচারে সংরক্ষিত এ বনের গাছপালা পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। বন বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা উৎকোচ নিয়ে সুবিধাভোগীদের সামাজিক বনায়নের সুযোগ করে দিতে এমন কাণ্ড বলে অভিযোগ স্থানীয়দের।

পরিবেশ কর্মীরা জানান, সামাজিক বনায়নের জন্য জমি খালি করতে সংরক্ষিত প্রাকৃতিক বনে আগুন দিচ্ছে একটি চক্র। বন বিভাগের সহায়তায় তারা প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে। এতে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য।

টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা মো: সাজ্জাদুজ্জামান দায়সারা বক্তব্য দিয়ে বলেন, আমাদের লোকবল কম থাকায় সব কিছুর খবর রাখা সম্ভব নয়।

ঘাটাইলে শাল গজারির বলে আগুন দেয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো: হুমায়ূন কবির বলেন, বনে আগুন দেয়া কোনোভাবেই সমীচীন নয়। এতে জীববৈচিত্রের শৃঙ্খলা নষ্ট হওয়াসহ পরিবেশে মারাত্মক বিরূপ প্রভাব পরবে।


আরো সংবাদ



premium cement
‘অস্ত্র তাক করলে মনে হতো মায়ের কাছে ফেরা হবে না’ জর্জিয়ার‘বিদেশী প্রভাব' আইন নিয়ে ভলকার তুর্কের গভীর দুঃখ প্রকাশ সাকিব- মাহমুদউল্লাহকে বিশেষ উপহার দিতে চান শান্ত, আছে চাওয়াও চার শ’ অনেক দূর, বিজেপির হাত থেকে কি সংখ্যাগরিষ্ঠতাও ফসকে যাচ্ছে? নোয়াখালীতে আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রস্তুতি নিয়ে তৃপ্ত কোচ-অধিনায়ক, ছাপিয়ে যেতে চান আগের সব আসরকে পেছনে নয়, আমরা সামনে তাকাতে চাই : ডোনাল্ড লু বগুড়ায় আ’লীগ নেতা খুনের আসামি খুন মিরসরাইয়ে কবর খুঁড়তে গিয়ে গ্রেনেড সাদৃশ্য বস্তুর উদ্ধার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসাথে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র : পরিবেশমন্ত্রী ফের ৫২ জনকে বহিষ্কার করলো বিএনপি

সকল