১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


চকরিয়ায় সাড়ে ১২ লাখ পিচ ইয়াবা উদ্ধার

চকরিয়ায় সাড়ে ১২ লাখ পিচ ইয়াবা উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

চকরিয়ায় খুটাখালীর উপকূলীয় এলাকায় সাড়ে ১২ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে টলারের পানির ট্যাংকি থেকে এগুলো উদ্ধার করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ চৌকস একটি দল নিয়ে রোববার সারারাত অভিযান চালিয়ে চকরিয়া উপজেলার উপকূলীয় খুটাখালী ইউনিয়নের বহলতলি সুমদ্র এলাকায় একটি ইন্জিনচালিত টলার আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা রাতের আঁধারে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় পুলিশ টালারে অভিযান চালিয়ে পানির ট্যাংকি ভর্তি ১২৫ প্যাকেটে মোট সাড়ে ১২ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৩৭ কোটি টাকা বলে জানা যায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে খুটাখালী বহলতলী উপকূলের সমুদ্র এলাকায় সারা রাত অভিযান চালায়। এ সময় সোমবার ভোররাতে পরিতাক্ত অবস্থায় ইন্জিনচালিত টলারে পানির কন্টিনারের ভেতর রাখা সাড়ে ১২ লাখ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাতের আঁধারে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। চকরিয়া উপজেলার ইয়াবার সর্ব বৃহত্তর চালান জব্দ করা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement

সকল