০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বিপর্যয়ের পর কোহলি-রাহানের প্রতিরোধ

- ছবি সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের প্রথম দিনটা গেছে বৃষ্টির পেটে। শনিবার সাউদাম্পটনে দ্বিতীয় দিনেও থাকলো হালকা বৃষ্টি। যাতে দিনের পুরো ৯০ ওভার খেলা হলো না।

টস হেরে আগে ব্যাট করতে নেমে দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৪৬ রান। ৬৪.৪ ওভার। প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দিন শেষে অপরাজিত আছেন অধিনায়ক বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে।

ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল ভারতের। উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও সুবমান গিল দলকে এগিয়ে নিতে থাকেন। তবে দলীয় রান যখন ষাটের ঘরে তখই মোড়ক লাগে। এক রানের ব্যবধানে ভারত হারায় দু’টি উইকেট।

৬২ রানের মাথায় জেমিসনের বলে সাউদির হাতে ক্যাচ দেন ওপেনার রোহিত শর্মা (৩৪)। এক রান যোগ হতেই বিদায় নেন আরেক ওপেনার সুবমান গিল। ওয়াগনারের বলে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে ওয়াটলিংয়ের হাতে। ৬৪ বলে ২৮ রানে ফেরেন তিনি।

ওয়ান ডাউনে নামা চেতশ্বর পূজারা টিকতে পারেননি। দলীয় ৮৮ রানে তিনি বোল্টের বলে এলবির শিকার। ৫৪ বলে ৮ রান করেন তিনি। এরপর দিনের বাকিটা সময় প্রতিরোধ গড়ে দলকে স্বস্তি দিয়েছেন কোহলি ও রাহানে।

১২৪ বলে ৪৪ রানে অপরাজিত ভারত অধিনায়ক। হাকিয়েছেন মাত্র একটি চার। ৭৯ বলে ২৯ রানে অপরাজিত চারটি ৪ হাকানো রাহানে।


আরো সংবাদ



premium cement