২৫ মে ২০২৪, ১১ জৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলকদ ১৪৪৫
`

আমরাও বিশ্বকাপ খেলতে চাই : লামিচানে

- ছবি : সংগৃহীত

বিশ্বকাপ খেলার স্বপ্ন কমবেশি সব খেলোয়াড়ের থাকে। নিজ দেশের জার্সি গায়ে জাড়িয়ে ক্রিকেটের সবচেয়ে বড় আসরে মাঠে নামা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সলের (আইসিসি) নিয়ম অনুযায়ী সব দেশের পক্ষে সম্ভবও নয়। ছোট দলগুলোকে কোয়লিফায়ার ম্যাচ খেলে আসতে হচ্ছে মূল পর্বে। র‌্যাংকিংয়ের সেরা ১০ দলকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৯ বিশ্বকাপ আসর। এই নিয়মে বঞ্চিত হচ্ছে ছোট দলগুলো।

এমন নিয়মের কারণে, হতাশা কাজ করছে বিশ্ব ক্রিকেটে এখনো জায়গা করে উঠতে না পারা, নেপালের লেগ স্পিনার সন্দ্বিপ লামিচানের। এই বোলার গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জায়গা করে নিয়ে চমক দিয়েছেলেন ক্রিকেট বিশ্বকে। এই বছরও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন সাফল্যের সঙ্গে। কিন্তু, যার ক্ষুধা বিশ্বকাপ খেলা, আইপিএলে কি তার সাধ মেটে?

আইপিএল চলমান অবস্থায় সেরা ১০ দল ঘোষণা করছে বিশ্বকাপ স্কোয়াড। তা দেখেই মন খারাপ লামিচানের। বিশ্বকাপে তার দেশ নেই। আইসিসির কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘১০ দল নিয়ে বিশ্বকাপ আমাদের মতো খেলোয়াড়দের জন্য খুব হতাশার, যারা খেলতে পারছে না।’

সন্দ্বিপ আরো বলেন, ‘আমার মনে হয় বিশ্বকাপ ১৪-১৬ দলের হওয়া উচিত।’

১৮ বছর বয়সী লামিচান বলেন, ‘বিশ্বকাপ চার বছর পর পর আসে। সেখানে খেলাটা সব দলের স্বপ্ন। আমরা উদিয়মান দেশের হলেও, সবাই দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চাইবো।’

লামিচানকে তুলনা করা হয় অস্ট্রেলিয়ার সাবেক গ্রেট স্পিন বোলার শেন ওয়ার্নের সঙ্গে। শেন ওয়ার্নকেই আইডল মানেন এই নেপালি বোলার। চুলের স্টাইল, কানে দুল সব কিছুতেই মানছেন ওয়ার্নকে।

গত বছরই আন্তর্জতিক ওডিআই ম্যাচ খেলার ছাড়পত্র পেয়েছে নেপাল। বিশ্বকাপ খেলা থেকে এখনো অনেক দূরে রয়েছে দলটি।

চলতি মৌসুমে আইপিএলে লামিচান এখন পর্যন্ত চার ম্যাচে নিয়েছে ৫ উইকেট।


আরো সংবাদ



premium cement
তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে? রাজস্থানকে হারিয়ে ফাইনালে হায়দারাবাদ রাফা অভিযান বন্ধে আইসিজের আদেশের কয়েক মিনিট পরই হামলা ইসরাইলের এস্তোনিয়া সীমান্ত চিহ্ন বয়া রাশিয়ার অপসারণ ‘অগ্রহণযোগ্য’ : ইইউ রাফায় হামলা বন্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে দক্ষিণ আফ্রিকা জৈন্তাপুরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত আগামী বছর এসএসসি পরীক্ষা নতুন নিয়মে হবে : শিক্ষামন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির ৪ প্রকল্প উদ্বোধন আজ জাতীয় প্রেস ক্লাবে ইনসাফ বারাকাহর বিনামূল্যে স্বাস্থ্যসেবা শিক্ষকসঙ্কটে জর্জরিত জবির নতুন বিভাগগুলো প্রতিবন্ধীদের ভাতার টাকা সমাজসেবার ২ কর্মকর্তার পকেটে!

সকল