১৭ জুন ২০২৪
`

এস্তোনিয়া সীমান্ত চিহ্ন বয়া রাশিয়ার অপসারণ ‘অগ্রহণযোগ্য’ : ইইউ

এস্তোনিয়া সীমান্ত চিহ্ন বয়া রাশিয়ার অপসারণ ‘অগ্রহণযোগ্য’ : ইইউ - সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন নার্ভা নদীর এস্তোনিয়া সীমান্ত চিহ্নিতকরণ বয়া রাশিয়া অপসারণ করায় নিন্দা জানিয়েছে।

শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেন, ‘সীমান্তের এই ঘটনা বাল্টিক সাগর অঞ্চলে সামুদ্রিক ও স্থল সীমানাসহ রাশিয়ার উস্কানিমূলক আচরণ এবং হাইব্রিড পদক্ষেপের একটি বিস্তৃত ধরনের অংশ এবং এই ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।’
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement