১৭ জুন ২০২৪
`

জৈন্তাপুরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত

জৈন্তাপুরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত - ছবি : নয়া দিগন্ত

জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে দু’পক্ষের কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ মে) কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা নামাজ পরবর্তী সময়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন চিকনাগুল ইউনিয়নের কহাইগড় প্রথমখণ্ড গ্রামের আব্দুল খালিকের ছেলে শাহিন আহমেদ ফেরদৌস (৪০), ফারুক আহমেদ (৩০), একই গ্রামের আজী রহমত আলীর ছেলে জাবেদ আহমেদ (৩৫), ইকবাল আহমেদ (৪০), একই গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে (সাবেক মেম্বার) ফরিদ আহমেদ (৫৫), শফিক আহমেদ (৪০) ও শরিফ আহমেদের ছেলে সোয়েব আহমেদ (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহল্লায় নতুন এক বাসিন্দাকে সমাজভুক্ত করা বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে একপর্যায়ে সংঘাতে রুপ নেয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হন।

আহতদের স্থানীয় জনতা উদ্ধার করে সিলেট নগরীর বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় চলে আসেন। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম। পরে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমিন বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ ফোর্স প্রেরণ করেছি। স্থানীয়দের সহায়তায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনায় দু’পক্ষই থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement