০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


আসছে অ্যাপল ওয়াচ ৫

-

বর্তমান বাজারে যে কয়েকটি ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ রয়েছে, তার অন্যতম অ্যাপল ওয়াচ। চাহিদা বুঝে অ্যাপল ওয়াচ সিরিজ ৫ নিয়ে হাজির হচ্ছে বিশ্বের জনপ্রিয় ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। মার্কিন এ প্রতিষ্ঠানটি গ্রাহকের চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন করে বেশ কিছু পরিবর্তন আনছে ওয়াচ ৫ সিরিজে। এক প্রতিবেদনে জানা যায়, নতুন এই অ্যাপল ওয়াচে রাখা হচ্ছে সিরামিক ও টাইটানিয়ামের ৪০ ও ৪৪ মিলিমিটার কেসিং। ওয়াচটিতে থাকছে সর্বশেষ ওয়াচওএস বেটা ৬ সংস্করণ। এর আগে সিরামিকের বডিতে আনা হলেও এবারই প্রথম আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি তাদের অ্যাপল ওয়াচ টাইটানিয়ামের বডিতে আনছে। যে গুঞ্জন রটেছে, তাতে ধারণা করা হচ্ছে, অ্যাপল ওয়াচ ৫ সিরিজটি আগামী সেপ্টেম্বরে আইফোন ১১ উন্মোচনের সময় আনা হতে পারে। যদিও এর বাইরে কিছু জানা যাচ্ছে না। তারপরও আগের কিছু খবর থেকে এটা অনেকটা নিশ্চিত যে, ওয়াচ ৫-এ থাকবে ইসিজি মোড। এ ছাড়া ওয়াচ ৬ ওএস এই ওয়াচ ৫ সিরিজ দিয়ে অনেক জনপ্রিয়তা পাবে বলে অনেকেই প্রত্যাশা করছে। অন্যদিকে অ্যাপল তাদের সেপ্টেম্বরের ১০ তারিখের ইভেন্টের মাধ্যমে আইওএস ১৩ সংস্করণটি উন্মুক্ত করবে। সেই ইভেন্টের মাধ্যমেই আইফোনের ঘোষণাও দেবে বলে ধারণা করা হচ্ছে। যদি তাই হয় তবে সেখানেই দেখা পাওয়া যাবে অ্যাপলের নতুন ওয়াচের।


আরো সংবাদ



premium cement