২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী পিঠা উৎসব শুরু

-

ঢাকায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ) ক্যাম্পাস মাঠে গতকাল সোমবার সকালে দু’দিনব্যাপী পিঠা উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আমিনুল হক ভূঁইয়া।
পিঠা উৎসবের আহবায়ক ড. মো: গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ড. মো: আমিনুল হক ভূঁইয়া বর্ণিল এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে বলেন, আবহমান বাংলায় শীতকালে পিঠা উৎসব উদযাপন একটি ঐতিহ্য। এই পিঠা উৎসবে সমাজের অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কাছাকাছি অবস্থিত জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে উদযাপিত হয়। সহ-শিক্ষা কার্যক্রমে ছাত্রীদের এ আয়োজনে ভিসি সাধুবাদ জানান। তিনি আরো বলেন, পিঠার মাধ্যমে শরীরে অতিরিক্ত পুষ্টি উপাদানের চাহিদাও জোগান সম্ভব হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী। উদ্বোধন শেষে ভিসি প্রফেসর ড. মো: আমিনুল হক ভূঁইয়া স্টলগুলো ঘুরে দেখেন এবং পিঠার স্বাদও গ্রহণ করেন। সাথে ছিলেন উৎসবের আহ্বায়ক ড. মো: গোলাম রসুল, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর শের মোহাম্মদ, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর মানসুর রহমান, সেন্টার ফর জেনারেল এডুকেশনের প্রফেসর আব্দুল হাই সিকদার, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, ব্যবসায় শিক্ষা অনুষদের চেয়ারম্যান সুলতান আহমদ, প্রক্টর ড. মো: মিজানুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার মো: মোরশেদুর রহমানসহ বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক, ছাত্রী ও কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement