২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সোস্যাল ইসলামী ব্যাংকের প্রবাসী গ্রাহকসেবা পক্ষ উদ্বোধন

-

‘থাকবো ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সোস্যাল ইসলামী ব্যাংক ১৫ দিনব্যাপী ‘প্রবাসী গ্রাহকসেবা পক্ষ-২০২২’ কর্মসূচি শুরু করেছে।
গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো: মাহবুব উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। স্বাগত বক্তব্য রাখেন চিফ রেমিট্যান্স কর্মকর্তা মো: মোশাররফ হোসাইন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো: ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মো: সামছুল হক ও মোহাম্মদ ফোরকানুল্লাহ, মানবসম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, আন্তর্জাতিক বিভাগের প্রধান মো: আকমল হোসাইন, ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, সব শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা। অনুষ্ঠানে বক্তারা দ্রুত ও নিরাপদে প্রিয়জনের কাছে রেমিট্যান্স পৌঁছতে সোস্যাল ইসলামী ব্যাংকের ওপর আস্থা রাখতে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সোস্যাল ইসলামী ব্যাংক বৈধপথে দেশে রেমিট্যান্স আনতে সবাইকে উদ্বুদ্ধ করছে ও আকর্ষণীয় সুযোগসুবিধা প্রদান করছে। বিজ্ঞপ্তি

 

 

 


আরো সংবাদ



premium cement