Naya Diganta

সোস্যাল ইসলামী ব্যাংকের প্রবাসী গ্রাহকসেবা পক্ষ উদ্বোধন

‘থাকবো ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সোস্যাল ইসলামী ব্যাংক ১৫ দিনব্যাপী ‘প্রবাসী গ্রাহকসেবা পক্ষ-২০২২’ কর্মসূচি শুরু করেছে।
গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো: মাহবুব উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। স্বাগত বক্তব্য রাখেন চিফ রেমিট্যান্স কর্মকর্তা মো: মোশাররফ হোসাইন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো: ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মো: সামছুল হক ও মোহাম্মদ ফোরকানুল্লাহ, মানবসম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, আন্তর্জাতিক বিভাগের প্রধান মো: আকমল হোসাইন, ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, সব শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা। অনুষ্ঠানে বক্তারা দ্রুত ও নিরাপদে প্রিয়জনের কাছে রেমিট্যান্স পৌঁছতে সোস্যাল ইসলামী ব্যাংকের ওপর আস্থা রাখতে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সোস্যাল ইসলামী ব্যাংক বৈধপথে দেশে রেমিট্যান্স আনতে সবাইকে উদ্বুদ্ধ করছে ও আকর্ষণীয় সুযোগসুবিধা প্রদান করছে। বিজ্ঞপ্তি