২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ল’ সামিট

কল্যাণময় দেশ গঠনে আইনের ছাত্রদের বিকল্প নেই : বিচারপতি আবদুর রউফ

রাজধানীতে ইয়্যুথ ফর বেটার ফিউচার সোসাইটির ‘ল’ সামিটে অতিথিরা : নয়া দিগন্ত -

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামাজিক প্ল্যাটফর্ম ‘ইয়্যুথ ফর বেটার ফিউচার সোসাইটি’ (ণইঋ)-এর উদ্যোগে আইন অনুষদের ছাত্রদের নিয়ে ‘ল’ সামিট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে তৃতীয় বারের মতো এ সামিটের আয়োজন করা হয়।
সামিটে দেশ সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়-নর্থ সাউথ, ড্যাফোডিল, ইস্ট-ওয়েস্ট, নর্দান, সোনারগাঁও, সাউথইস্ট, মানারাতসহ মোট ৫০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মোট ৫০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। সোসাইটির সভাপতি হুমায়ুন কবিরের পরিচালনায় ও সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা দায়রা ও যুগ্ম জজ শাহাদাত হোসেন, আলোচিত আইনজীবী মোহাম্মদ শিশির মুনির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার তরিকুল ইসলাম, সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট আজিমুদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি আবদুর রউফ বলেন, দেশ গঠনে অতুলনীয় ভূমিকা রাখতে এবং আদর্শ ও কল্যাণময় দেশ গঠনে আইনের ছাত্রদের বিকল্প নেই।
এ ছাড়া বক্তারা ‘রোড টু জাজ’ ‘ঈধৎববৎ ধং ধ ঢ়ৎধপঃরপরহম অফাড়পধঃব পযধষষবহমব ্ ঢ়ৎড়ংঢ়বপঃং’ ‘ব্যারিস্টার হওয়া আমার স্বপ’ ‘লিগ্যাল ক্যারিয়ার সম্ভাবনা ও প্রস্তুতি’র ওপর আইনের খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সামিটের উদ্বোধনী আলোচনায় পরিচালক বলেন, আজকের আইন বিভাগের শিক্ষার্থীদের হাতেই দেশের আগামী দিনের আইন তার নিজস্বতা লাভ করবে এবং এরাই আমাদের আগামী দিনের স্বপ্ন। সেই সাথে তিনি সব শিক্ষার্থীকে বিবেকবান আইনজীবী হিসেবে নিজেকে তৈরি করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement