২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
গণ অধিকার পরিষদের বিক্ষোভ

সরকারকে শ্রীলঙ্কার পরিণতি ভোগ করতে হবে : ড. রেজা কিবরিয়া

-

গণ অধিকার পরিষদের আহ্বায়ক অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, দেশের অর্থনীতি ফরমালিন অর্থনীতি হয়ে গেছে। সরকার ফরমালিন দিয়ে অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। আমি ভবিষ্যদ্বাণী করে দিলাম- এই সরকার যেভাবে টাকা পাচার করেছে, অল্প সময়ের মধ্যে দেশকে শ্রীলঙ্কার মতো পরিণতি ভোগ করতে হবে। গতকাল শনিবার দুপুরে সারা দেশে বিরোধী ও ভিন্নমতের মানুষের ওপর বর্তমান সরকারের দমন-পীড়ন, হামলা-মামলা, হয়রানি-হুমকির প্রতিবাদ ও গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে ড. রেজা কিবরিয়া এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের কার্যালয়ের নিচ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পল্টন, গুলিস্তান জিরো পয়েন্ট ঘুরে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংগঠনের যুগ্ম সদস্যসচিব মুহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, আবু হানিফ, ফারুক হাসান, মাহফুজুর রহমান, সোহরাব হোসেন, কর্নেল মিয়া মশিউজ্জামান, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান, ফাতেমা তাসনিম, সহকারী আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ সিদ্দিকী, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
ড. রেজা কিবরিয়া বলেন, দেশের অর্থনীতি যখন ভেঙে পড়বে, মন্ত্রী-এমপিরা বউ-বাচ্চা নিয়ে বিদেশে চলে যাবে। তারা সেখানে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তাই সেখানে চলে যাবে। আপনারা অল্প সময়ের মধ্যে জানতে পারবেন, পত্র-পত্রিকায় আসবে- তাদের স্বজনরা কী পরিমাণ টাকা পাচার করেছে।
নুরুল হক নুর বলেন, জনগণ ঐক্যবদ্ধ হলে এই সরকার পালানোর পথ পাবে না। ক্ষমতা পরিবর্তন হলে এই সরকারের নেতারা বিদেশে পালিয়ে যাবে। সেজন্য তারা বিমানের অগ্রিম টিকিটও কেটে রেখেছে। ২০২৪ সাল লাগবে না ২০২৩ সালেই ক্ষমতার পরিবর্তন হবে। সরকারের এত দমন পীড়নের পরও ভিন্নমতের যারা মাঠে আছেন তাদের আমরা সাধুবাদ জানাই।
সরকারিদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা হয়তো নেশায় বুঁদ হয়ে আছেন। আপনাদের বলবো- আশপাশে একটু খোঁজখবর রাখবেন। নিরাপদ সড়ক আন্দোলনে দেখেছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিভাবে প্রশাসনের লোকদের উচিত শিক্ষা দিয়েছে। সেটা মনে রাখবেন আপনারা। শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে চট্টগ্রামের বন্দর ভারতকে দিয়ে দিতে চায়, একইভাবে রাশিয়াকেও খুশি রাখতে চায় এই সরকার।


আরো সংবাদ



premium cement