২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

এবার দেশে মুক্তি পাচ্ছে ‘নোনা জলের কাব্য’

-

গত এক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাতিয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘নোনা জলের কাব্য’। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত এ সিনেমাটি আসছে ২৬ নভেম্বর হলে প্রদর্শিত হবে। ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে স্টার সিনেপ্লেক্স। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাসনোভা তামান্না। সিনেমাটির আবহ সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব।
গতকাল ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটির পরিচালক জানান, এ চলচ্চিত্রটিতে জেলেদের সামাজিক রীতিনীতি ও সংস্কার উপজীব্য। এতে দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই তুলে আনা হয়েছে।
সিনেমাটি প্রসঙ্গে জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু জানান, তিনি বেশ ক্যারিশমাটিক একটি চরিত্রে অভিনয় করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়Ñ লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটেল, সিঙ্গাপুরসহ বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রশংসিত হওয়ার পর এবার যাচ্ছে জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ২৬-এ। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ এই আসরে ২৯ অক্টোবর দেখানো হবে ‘নোনা জলের কাব্য’।
‘নোনা জলের কাব্য’ প্রযোজনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত ও ফরাসি প্রযোজক ঈলান জিরাদ। জিরার্দ, ‘মার্চ অব দ্য পেঙ্গুইন’, ‘গুডবাই বাফানা’, ‘ফাইনাল পোর্ট্রেট’-এর মতো বিখ্যাত কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন। সিনেমাটির সিনেমাটোগ্রাফি করেছেন লস অ্যাঞ্জেলসে বসবাসরত থাই শিল্পী চানানুন চতরুংগ্রোজ।
এ ছাড়া বাংলাদেশ থেকে ছবিটির নির্মাণ সহযোগী প্রতিষ্ঠান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর হাফ স্টপ ডাউন। সম্পাদনা করেছেন আমেরিকার ক্রিস্টেন স্প্রাগ, রোমানিয়ার লুইজা পারভ্যু ও ভারতের শঙ্খ। শব্দ ও রং সম্পাদনার কাজটি হয়েছিল প্যারিসের দুটি বিখ্যাত স্টুডিওতে।


আরো সংবাদ



premium cement