২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

টিকার পরও সংক্রমণের আশঙ্কা আছে কোনো টিকাই শতভাগ কার্যকর নয়

১ দিনে শনাক্ত ৫৪০ টিকা নিয়েছেন ১.১ লাখ
-

করোনাভাইরাসের টিকা নেয়ার পরও সংক্রমণের আশঙ্কা আছে কারণ কোনো টিকাই শতভাগ কার্যকর নয়। কিন্তু কেবল টিকা গ্রহণের কারণে করোনায় পজিটিভ হওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে এখনো টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়নি। তবে টিকার প্রথম ডোজ দেয়ার পর কেউ কেউ সংক্রমণের শিকার হয়েছেন এমন প্রমাণ রয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলমান কোভিড-১৯ টিকা কার্যক্রমে ব্যবহৃত কোভিশিল্ড টিকার দুই ডোজ গ্রহণের ন্যূনতম দুই সপ্তাহ পর থেকে সর্বোচ্চ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এ কারণে এ সময় স্বাস্থ্যবিধি যথাযথ মেনে না চললে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। সুতরাং টিকা গ্রহণের আগে এবং পরেও মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
তবে দুই ডোজ টিকা নেয়ার পরও কেউ কেউ করোনা ভাইরাসে আবারো সংক্রমিত হতে পারেন। কারণ এ পর্যন্ত উদ্ভাবিত কোনো টিকাই শতভাগ কার্যকর বলে কোনো কোম্পানি দাবি করেনি। ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত টিকা ৯৫ শতাংশ কার্যকর এবং মডার্নার টিকা ৯৪ শতাংশ কার্যকর বলে ঘোষণা দেয়া হয়েছে। এর অর্থ টিকা নেয়ার পর ৯৫ শতাংশ মানুষকে করোনাভাইরাস সংক্রমিত করতে পারবে না। অবশিষ্ট ৫ শতাংশ মানুষ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হতে পারেন। বাংলাদেশে দেয়া হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা। ১২ সপ্তাহের ব্যবধানে এই টিকা দেয়া হলে সর্বোচ্চ ৮৩ শতাংশ পর্যন্ত কার্যকারিতা পাওয়া যায়। কিন্তু টিকা নেয়ার পর অবশিষ্ট ১৭ শতাংশ করোনাভাইরাসের সংস্পর্শে এলে তারা আবারো সংক্রমিত হতে পারেন।
টিকা নেয়ার পর আক্রান্ত হলে তাদের লক্ষ্মণ অথবা উপসর্গগুলো খুব মৃদু আকারের হবে। এরা আক্রান্ত হলেও এদের থেকে অন্যদের সংক্রমণের আশঙ্কা কম বলেছেন জন হপকিনস সেন্টার পর হেলথ সিকিউরিটি সিনিয়র স্কলার এবং সংক্রমক রোগ বিশেষজ্ঞ এমেশ এ আডালজা (এমডি)।
ভেনডারবিল্ট ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ উইলিয়াম শ্যাফনার (এমডি) ফাইজারের টিকা সম্বন্ধে বলেছেন, টিকা নেয়ার পর ৯৫ শতাংশ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে কিন্তু অবশিষ্ট পাঁচ শতাংশ রোগে ভুগতে পারে তবে তা হবে খুবই মৃদু লক্ষ্মণ/উপসর্গ যুক্ত।’
নিউ ইয়র্কের ইউনিভার্সিটি এট বাফেলোর প্রফেসর এবং প্রধান সংক্রমক রোগ বিশেষজ্ঞ থমাস রুশো এমডি বলেছেন, বিশেষজ্ঞরা প্রত্যাশা করছেন যে কিছু লোক দুই ডোজ টিকা নেয়ার পরও করোনায় সংক্রমিত হতে পারেন কিন্তু তারা মৃদু লক্ষ্মণযুক্ত অথবা লক্ষ্মণহীন হতে পারেন।
এদিকে গতকাল শনিবার সারা দেশে ১৩ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করে ৫৪০ জন করোনা শনাক্ত হয়েছেন। গতকাল করোনায় মৃত্যুবরণ করেছেন ১০ জন। অন্যদিকে গতকাল সারা দেশে টিকা নিয়েছেন এক লাক ৯৮৩ জন। গতকাল পর্যন্ত টিকা নিয়েছেন ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন। স্বাস্থ্য অধিদফতরের এমআইএস এবং এইচআইএস অ্যান্ড ই হেলথের লাইন পরিচালক অধ্যাপক ডা: মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকা নেয়ার উদ্দেশ্যে গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিবন্ধন করেছেন ৪৯ লাখ দুই হাজার ৯৪৮ জন। গতকাল টিকাজনিত পার্শ্ব প্রতিক্রিয়ায় (এ.ই.এফ.আই) ১৮ জন সাময়িকভাবে অসুস্থ হয়েছেন। গতকাল পর্যন্ত ৮২৫ জন পার্শ্ব প্রতিক্রিয়ায় অসুস্থ হয়েছেন।
গতকাল যে ১০ জন করোনায় মৃত্যুবরণ করেছেন তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বাংলাদেশে করোনায় মোট আট হাজার ৪৫১ জনের মৃত্যু হলো। আর মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৪৯ হাজার ৭২৪ জন।


আরো সংবাদ



premium cement