২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পেইজ ডেভেলপমেন্ট সেন্টারকে সোস্যাল ইসলামী ব্যাংকের বিনিয়োগ

-

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও পেইজ ডেভেলপমেন্ট সেন্টার (চঅএঊ উবাবষড়ঢ়সবহঃ ঈবহঃবৎ), কুমিল্লার মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়। চুক্তির অংশ হিসেবে ‘বাংলাদেশ ব্যাংকের নভেল করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নি¤œ আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনঃঅর্থায়ন স্কিম-২০২০’ এর আওতায় এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী, পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক লোকমান হাকিমের হাতে বিনিয়োগ বিতরণের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক, এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ফিন্যান্স বিভাগের প্রধান সাদাত আহমেদ খান, কুমিল্লা শাখার ব্যবস্থাপক কে এম বরকতুল হক সরকার, পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক (ক্রেডিট অ্যান্ড অ্যাডমিন) মো: ইউনুসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগ বিতরণকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী বলেন, এই স্কিমের মাধ্যমে কুমিল্লা অঞ্চলের নি¤œ আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীগণ উপকৃত হবেন। তিনি এই স্কিমের সফলতা কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক লোকমান হাকিম বলেন, এই স্কিমের অধীনে প্রকৃত ও কাক্সিক্ষত জনগোষ্ঠীর মধ্যে বিনিয়োগ বিতরণসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শর্তাবলি যথাযথভাবে পরিপালন করা হবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement