২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সেব্রিনা ফ্লোরা নামে ফেসবুক আইডিতে প্রতারণার অভিযোগ

-

ফেসবুকে ‘ড. সেব্রিনা ফ্লোরা’ নামক একটি ভুয়া ফেসবুক আইডিসহ কাছাকাছি নামে বেশ কয়েকটি ফেসবুক আইডি খোলা হয়েছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক সেব্রিনা ফ্লোরা।
গতকাল সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, এসব ফেসবুক আইডিতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা’র ছবি দিয়ে বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। আইইডিসিআর এবং দেশের ভাবমূর্তি ক্ষুণœ করার উদ্দেশে এসব পোস্টে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সনির্বন্ধ অনুরোধ করা হয়েছে।
অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ফেসবুকের মাধ্যমে তিনি কখনো এ ধরনের প্রচারÑ প্রচারণা চালান না। এর মাধ্যমে কেউ প্রতারিত হলে তার দায়-দায়িত্ব আইইডিসিআর বা তিনি বহন করবেন না।
আইইডিসিআর ইতোমধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং এ ব্যাপারে সবাকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ।

 


আরো সংবাদ



premium cement