২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

গাজীপুরে দুই খুন আটক তিনজন

-

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় পৃথক দুই ঘটনায় দুইজন খুন হয়েছে। পুলিশ এসব ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।
জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ভাওয়াল গাজীপুর এলাকার একটি মেসে ভাড়া থাকতেন জনি (২০) ও জাহিদ হাসান (১৯)। তারা দু’জনই স্থানীয় একটি ডায়িং কারখানার চাকরি করতেন। জাহিদ প্রায়ই জনিকে গালিগালাজ করত। এ নিয়ে জাহিদের উপর ক্ষুব্ধ হয় জনি। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দুপুরে ঘুমন্ত জাহিদের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে লাশ মেসের পেছনের জঙ্গলে ফেলে দেয়। ওই দিন সন্ধ্যায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বুধবার বিকেলে জনিকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জাহিদকে হত্যার কথা স্বীকার করে জনি।
অন্য দিকে রাব্বী বাবু (২৬) নামের এক যুবককে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের স্বজনরা জানান, গত সোমবার ঈদের নামাজ শেষে রাব্বী গাজীপুর সিটি করপোরেশনের কবরস্থানে রাব্বী বাবু তার বাবার কবর জিয়ারত করতে যান। এ সময় চাকমা বাবু নামের এক যুবকের মোবাইল ফোন পেয়ে তিনি শিমুলতলী বাজারসংলগ্ন দক্ষিণ চত্বরের স্বপ্ননীড় আবাসিক প্রকল্প এলাকায় যান। এ সময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী ধারাল অস্ত্র দিয়ে রাব্বীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রাব্বী বাবু তিনি স্থানীয় ভাঙ্গাড়ি ব্যবসায়ী রাজ্জাকের কাছে দুই লাখ টাকা পেতেন। ওই পাওনা টাকা চাওয়ার কারণে প্রায় দুই বছর আগে রাব্বীর সাথে তার প্রতিপক্ষের লোকজনের বাগি¦তণ্ডা ও মারামারি হয়। ওই ঘটনায় রাব্বীর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়। এ নিয়ে তাদের মধ্যে শত্রুতা চলছিল। এরই পরিপ্রেক্ষিতে এ হত্যাকাণ্ড চালানো হয়। র্যাব-১-এর পোড়াবাড়ী স্পেশালাইজ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল-মামুন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরদিন গত মঙ্গলবার ভোরে শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১-এর সদস্যরা ভাঙ্গাড়ি ব্যবসায়ী রাজ্জাক ও মনির হোসেন ওরফে চোরা বাবুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


আরো সংবাদ



premium cement