০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


নগর হোমসের সুপারভাইজারকে কারাদণ্ড

এডিস মশার লার্ভা নিধনে ডিএসসিসির অভিযান অব্যাহত

-

রিয়েল এস্টেট কোম্পানি ‘নগর হোমস’-এর ধানমন্ডি ১২/এ নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় কোম্পানির সুপারভাইজার পলাশকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ঢাকা দণি সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ‘নগর হোমসের’ নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ওই কোম্পানির সুপারভাইজার পলাশকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। কিন্তু নগর হোমস কর্তৃপ জরিমানা আদায় না করায় কোম্পানির সুপারভাইজার পলাশকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ডিএসসিসি জানিয়েছে, গতকাল তাদের পাঁচটি অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোট ১৪১টি বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় কয়েকটি বাড়ি মালিককে ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ধানমন্ডিতে অভিযান পরিচালনাকালে ১২/এ সড়কের ৫৩ নং হোল্ডিংয়ে অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তিনি এদিন ১৫ ও ২০ নং ওয়ার্ডের ধানমন্ডি ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার ৩০টি বাড়িতে অভিযান চালান। একইভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলি আজিমপুর এলাকার ৩০টি বাড়ি, ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন বায়তুল মোকাররম, জাতীয় ক্রীড়া পরিষদ এবং স্টেডিয়াম এলাকার দোকানপাটসহ পুরো এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ৩১টি হোল্ডিং পরিদর্শন করেন। এছাড়া অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান সদরঘাট এলাকার ১০টি বাড়ি পরিদর্শন করেন। ম্যাজিস্ট্রেট সোনিয়া যাত্রাবাড়ী এলাকার ৩১টি বাড়ি পরিদর্শন করে ৪ বাড়ির মালিককে সাত হাজার টাকা জরিমানা করেন।


আরো সংবাদ



premium cement