০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


নোয়াখালীতে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছোট ভাইকে কুপিয়ে জখম

নোয়াখালীতে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছোট ভাইকে কুপিয়ে জখম - ছবি : প্রতীকী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বড় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছোট ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার উপজেলার বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ে পাঠদান চলাকালীন দশম শ্রেণির এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় তামজিদ নামের এক শিক্ষার্থী অসুস্থ ওই ছাত্রীকে কটূক্তি করলে উপস্থিত একই শ্রেণির এক ছাত্র বাধা দেয়। তখন দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। রোববার সকাল ১০টার দিকে তামজিদ বিদ্যালয়ের চতুর্থ তলায় যায়। সেখানে ওই ছাত্রীর ছোট ভাই অষ্টম শ্রেণির ছাত্র সাজ্জাদুল ইসলাম সায়েমের (১৪) সাথে তার দেখা হয়। তখন সায়েম তার বড় বোনকে উত্ত্যক্ত করতে বারণ করে তামজিদকে। উত্ত্যক্ত করলে প্রধান শিক্ষিকাকে এ বিষয়ে নালিশ দেয়ার হুমকি দেয়। তামজিদ ক্ষিপ্ত হয়ে সায়েমকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে তার হাতের একটি আঙ্গুল কেটে যায়। তবে আঘাত প্রতিহত না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত বলে তিনি মন্তব্য করেন।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্র তামজিদ ইমতিয়াজকে (১৬) বিদ্যালয়ে নিষিদ্ধ করে নোটিশ দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাদেকুর রহমান বলেন, এ ধরনের অভিযোগ সত্য নয়। এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।

 


আরো সংবাদ



premium cement
এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের যত ভোগান্তি ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক রাফায় ইসরাইলি অভিযানে ‘আমি বিরক্ত ও ব্যথিত’ : জাতিসঙ্ঘ প্রধান ৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ

সকল