০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


কুমিল্লায় নতুন আরো ৮৩ জন করোনায় আক্রান্ত

-

কুমিল্লায় নতুন করে ৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন চার হাজার ৬৯৮ জনে দাঁড়িয়েছে। জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ৫৮ জন। মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৬৫১ জন। নতুন করে জেলার লাকসামের একজনসহ কুমিল্লায় মোট ১২৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার জেলা সিভিল সার্জন ডা. মো: নিয়াতুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বুধবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন কুমিল্লা নগরীতে ২৬ জন, লাকসাম দুইজন, চৌদ্দগ্রামে একজন, দেবিদ্বারে একজন, হোমনায় আটজন, বরুড়ায় ছয়জন, মনোহরগঞ্জে দুজন, তিতাসে ১০ জন, দাউদকান্দিতে ছয়জন, সদর দক্ষিণে সাতজন ও নাঙ্গলকোটে ১৪ জন। বুধবার সুস্থ হয়েছেন লাকসামে ১৪ জন, সদর দক্ষিণে ও তিতাসে দুইজন করে, চান্দিনায় আটজন, হোমনায় ১৬ জন, মনোহরগঞ্জে ১০ জন ও বরুড়ায় ছয়জন। বুধবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৫২৬ জনের। রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ২৯৮ জনের।


আরো সংবাদ



premium cement