২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


যুবলীগ নেতাকে কুপিয়ে জখম : বরগুনার আমতলীতে ১৪৪ ধারা জারি

- ছবি নয়া দিগন্ত

বরগুনার আমতলী পৌর শহরেএক যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো দু’টি ভাগে বিভক্ত হয়ে মুখোমুখি অবস্থানের কারণে আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা প্রর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে এ আদেশ জারি করা হয়।

আমতলী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২১ মে রাতে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: মতিয়ার রহমানের ভাগ্নে আবুল কালাম আজাদসহ দু’জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি জিএম হাসান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম মুছাসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ১৫ নেতার নামে মামলা দায়ের করা হয়।

আমতলী উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সূত্রে জানা গেছে, এ মামলায় যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা মেয়র মতিয়ার রহমানের প্রতিপক্ষ হিসেবে পরিচিত। এছাড়াও গুরুতর আহত মেয়র ভাগ্নে আবুল কালাম আজাদ ভিডিও বক্তব্যে যাদের অভিযুক্ত করেছেন তাদের নাম মামলায় উল্লেখ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত কয়েকদিন ধরে আমতলী পৌরশহরে উভয়পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছেন।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামান বলেন, আগামীকাল আমতলী উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর একটি পক্ষ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে এ ধরনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তি ও শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত আমতলী পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি বলেন, এই নিষেধাজ্ঞার মাধ্যমে আমতলী পৌরসভা শহরে বিপুল পরিমাণ লোক সমাগম নিষিদ্ধের পাশাপাশি সভা-সমাবেশ এবং মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
পঞ্চগড়ে গ্রেফতার ১০ মুসলমানকে অবিলম্বে মুক্তি দিন : খতমে নবুওয়াত রামেক হাসপাতালের দুদকের অভিযান চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার নোয়াখালীতে গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ১৮ শিক্ষার্থী থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পদত্যাগ রাজশাহীর তাপমাত্রা ৪২ ডিগ্রি, হিটস্ট্রোকে যুবকের মৃত্যু বরিশালে যাত্রীবেশে উঠে চালকের গলায় ছুরি, প্রতারক দম্পতি গ্রেফতার রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে আরো ২ শিশুর মৃত্যু ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে বাংলাদেশের হার এনজিওর টাকা তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত ভিজিএফবঞ্চিতদের মানববন্ধনে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে হামলা, আটক ২

সকল