২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


গাংনীর ইউপি সদস্য হত্যা মামলায় বাবা ও ছেলের যাবজ্জীবন

-

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলোটাকা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম হত্যা মামলায় বাবা-ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো আব্দুল মালেক ও তার ছেলে আলমগীর হোসেন। মামলার অন্য আসামিদের মধ্যে একজন প্রবাসে পলাতক অবস্থায় মৃত্যুবরণ করেন এবং বাকিরা বেকসুর খালাস পান।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৫ মে সকালে দীর্ঘদিনের বিরোধের জের ধরে তৎকালীন ষোলোটাকা ইউপি সদস্য আবুল কালামকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনার পর দিন আবুল কালামের ভাতিজা ফারুক হোসেন বাদি হয়ে আব্দুল মালেক ও আলমগীর হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে সরকারি আইনজীবী পিপি কাজী শহীদ ও আসামি পক্ষে এ কে এম শফিকুল আলম আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন। পিপি কাজী শহীদ কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement