৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


রাজবাড়ীতে কোভিড কর্মীকে মারধর মুচলেকা দিয়ে রক্ষা

-

লাইন ভাঙতে নিষেধ করায় রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড-১৯ টিকা ভ্যাকসিন সেন্টারে দায়িত্বরত রেডক্রিসেন্ট সোসাইটির এক কর্মীকে মারধর করা হয়েছে। মারধরকারী রাজিব তালুকদারকে (৩৭) আটক করেছে পুলিশ। গত বুধবার ওই ঘটনার পর ২ ঘণ্টা কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে করে সেখানে আগত কয়েক শতাধিক টিকা নিতে আসা বৃদ্ধ ও নারী ও পুরুষ চরম দুর্ভোগের শিকার হন। একই সাথে বেশির ভাগ মানুষ টিকা না নিয়ে ফিরে যান। তবে মুচলেকা নিয়ে রাজিবকে ছেড়ে দেয়ায় ঘটনায় অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাহউদ্দিন জানিয়েছেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে রাজিবকে নিয়ে রেডক্রিসেন্টের সদস্য ও হাসপাতালের কর্মীদের সাথে আলোচনায় বসা হয়। ওই আলোচনায় রাজিব ক্ষমা চাওয়ার পাশাপাশি এমন ঘটনা আর কখনো ঘটাবে না মর্মে মুচলেকা দেয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement