২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


ধরপাকড়ের মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত

ধরপাকড়ের মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের সমর্থনে গোটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ চলছে। আগামী মাসেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, ইসরাইল-হামাস যুদ্ধের কারণে ইসরাইলের সাথে সব রকম আর্থিক সম্পর্ক ছিন্ন করতে হবে। তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিও জানাচ্ছে।

বিক্ষোভ বন্ধ করার জন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক গ্রেফতারসহ নানা পদক্ষেপ গ্রহণ করছে কর্তৃপক্ষ। কিন্তু তবুও আন্দোলন বন্ধ হচ্ছে না। বরং প্রতিনিয়ত আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে তা।

ব্লুমিংটনে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়, অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয় ও সেন্ট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়সহ একাধিক ক্যাম্পাস থেকে শনিবার প্রায় ২৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো যুক্তরাষ্ট্রে এই সমস্যা নিয়ে গ্রেফতারির সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।

শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ডজন ফিলিস্তিনিপন্থী ছাউনি তৈরি করেছে। প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে যেমন গ্রেফতারি, ফৌজদারি অভিযোগে মামলা, শিক্ষার্থীপদ বাতিল। চলে যাওয়ার জন্য শিক্ষার্থীদেরকে সহজভাবে আবেদন-নিবেদনও করা হয়েছে।

এই বিক্ষোভগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে হাজার হাজার শিক্ষার্থী। শিক্ষার্থী ও ক্রমবর্ধমান সংখ্যক শিক্ষক উভয়েই বিক্ষোভকারীদের সাধারণভাবে ক্ষমার দাবি জানাচ্ছেন। উদ্বেগের বিষয় হলো, শিক্ষার্থীদের বাকি জীবনে এই বাতিলীকরণ ও আইনি নথি কোনও প্রভাব ফেলবে কিনা।

ক্যালিফর্নিয়া, জর্জিয়া ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের নেতৃত্ব বিষয়ে উদ্যোগ নিয়েছেন বা প্রতীকী অনাস্থা ভোট পাস করেছেন।

ওয়াইট হাউস জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কারবি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন 'জানেন যে তীব্র ভাবাবেগ কাজ করছে', তবে এই বিক্ষোভ সামলানোর ভার স্থানীয় কর্তৃপক্ষের হাতেই ছাড়বেন তিনি।

এবিসি-র 'দিস উইক' অনুষ্ঠানে কারবি বলেছেন, 'নিজস্ব মতামত জানানো ও দৃষ্টিভঙ্গি প্রকাশ্যে ভাগ করে নেওয়ার দরকার ছিল জনগণের, তবে তা শান্তিপূর্ণ হতে হবে।'

রোববার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল একে 'বিপজ্জনক পরিস্থিতি' বলে অভিহিত করেন এবং এই পরিস্থিতির সব দায় তিনি কলেজ প্রশাসনের ওপর চাপিয়ে দিয়েছেন।

এনবিসি-এর 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে তিনি বলেন, 'ইহুদি-বিদ্বেষ রয়েছে। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই দেশে এমন দৃশ্য দেখে আমি স্তম্ভিত।'

ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীরা তাঁবু খাঁটিয়ে সারাদিন অবস্থান করছে যেখানে রোববার বিবদমান দুই পক্ষের সমর্থকরা ভিড় করতে শুরু করলে পুলিশ ব্যারিকেড তৈরি করে এবং কয়েক শ' বিক্ষোভকারীকে রোখার চেষ্টা করে। পাল্টা বিক্ষোভকারীরা 'স্ট্যান্ড ইন সাপোর্ট অফ জিউইশ স্টুডেন্টস' নামে মিছিল ও সভা আয়োজন করেছিল। তারা বলেছে, তাদের লক্ষ্য হলো, 'ঘৃণা ও ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে দাঁড়ানো।'

সেন্ট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের মধ্যে কয়েকটি ভবনে তালা দিয়ে রেখেছিল এবং শনিবার বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়েছে।

আমেরিকান-ইসলামিক রিলেশন পরিষদের মিশৌরি বিভাগ এই গ্রেফতারিকে 'বাড়াবাড়ি' বলে নিন্দা জানিয়েছে।

বস্টনে নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় চত্বরে একটি ছাউনিকে শনিবার সরিয়ে দিয়েছে দাঙ্গা পুলিশ।

ম্যাসাচুসেটস স্টেট পুলিশ বলেছে, প্রায় ১০২ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিনা অনুমতিতে প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী আচরণের অভিযোগ আনা হবে।

সূত্র : আল জাজিরা, ভয়েস অব আমেরিকা এবং অন্যান্য


আরো সংবাদ



premium cement